এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শাসকদলের তিন শীর্ষ নেতা-নেত্রীর হাই-ভোল্টেজ বৈঠক ভেস্তে যেতেই জল্পনা শুরু তৃণমূলের অন্দরে!

শাসকদলের তিন শীর্ষ নেতা-নেত্রীর হাই-ভোল্টেজ বৈঠক ভেস্তে যেতেই জল্পনা শুরু তৃণমূলের অন্দরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথা ছিল, জেলার গোষ্ঠীদ্বন্দ্ব দূর করতে এবং সকলে মিলে একসাথে চলতে তিন নেতা নেত্রী বৈঠকে বসবেন। সেইমত প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল হয়ে গেল। বস্তুত, সোমবার জেলা তৃণমূলের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব মিত্র, জেলা সভাপতি গৌতম দাস এবং প্রাক্তন সভাপতি তথা সাংসদ অর্পিতা ঘোষের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।তবে শেষ পর্যন্ত সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। যার প্রধান কারণ, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জেলায় আগমন। মূলত চন্দ্রিমাদেবীর জেলা সফরের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল জেলা তৃণমূল নেতৃত্ব। আর সেই কারণেই এই বৈঠক অনুষ্ঠিত হয়নি বলে মনে করছেন একাংশ।

তবে চন্দ্রিমা ভট্টাচার্য জেলায় আসার কারণে তিন নেতা নেত্রীর মধ্যে বৈঠক না হলেও বিপ্লব মিত্র এবং অর্পিতা ঘোষ এদিন গোপন বৈঠক করেছেন বলে খবর। যেখানে জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার উপস্থিত ছিলেন। তবে এই বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায়নি জেলা তৃণমূল সভাপতি গৌতম দাসকে। স্বাভাবিক ভাবেই জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। কেন সভাপতি এই বৈঠকে ডাক পেলেন না? এদিন এই প্রসঙ্গে গৌতম দাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “চন্দ্রিমা ভট্টাচার্য আসার কারণে এদিন বৈঠক করা সম্ভব হয়নি। অর্পিতাদেবী কার সঙ্গে কি নিয়ে বৈঠক করেছেন, তা আমার জানা নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে যে যাই বলুক না কেন, শেষ মুহূর্তে এই সমন্বয় বৈঠক হওয়ার কথা থাকলেও, যেভাবে তা বাতিল হয়ে গেল, তা নিয়ে এখন চর্চা ক্রমশ বাড়তে শুরু করেছে। একাংশ বলছেন, দক্ষিণ দিনাজপুর জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের প্রধান কাটা। সেদিক থেকে এই গোষ্ঠীদ্বন্দ্ব দূর করতে তৃণমূল কংগ্রেস বিপ্লব মিত্র অর্পিতা ঘোষ এবং গৌতম দাসকে এক টেবিলে বসানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্য সফরের কারণে তা স্থগিত হয়ে যাওয়ায় কবে সেই বৈঠক হবে, সেই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!