এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার পথে ভারতী ঘোষ

রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার পথে ভারতী ঘোষ


রাজ্য-রাজনীতিতে বর্তমানে অন্যতম শিরোনামে থাকা নাম পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। সবং উপনির্বাচনোত্তর তাঁকে নিয়ে যে পরিমান লেখালেখি হয়েছে, সাম্প্রতিক অতীতে আর কোনো পুলিশ অফিসারকে নিয়ে তা হয়েছে কিনা সে নিয়ে বিতর্ক হতেই পারে। গতকালও তাঁর ও তাঁর দুই ঘনিষ্ঠের বাড়িতে সিআইডি তল্লাশি হওয়া নিয়ে ব্যাপক জলঘোলা হয়। আর এই নিয়ে নিজের হোয়াটসঅ্যাপ বার্তায় সরব হলেন তিনি, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তাঁর বার্তা থেকে জানা যাচ্ছে –

১. এখন বাংলার বাইরে রয়েছি
২. কিন্তু খবর পেয়েছি দক্ষিণ কলকাতার নাকতলায় আমার স্বামীর বাড়িতে সিআইডি হানা দিয়েছে এবং তল্লাশি চালিয়েছে
৩. কোনও কাগজপত্র দেওয়া হয়নি, কেন বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, তাও বলা হয়নি
৪. আমার স্বামীকে একটা ঘরে তালাবন্ধ করে রাখা হয় এবং গোটা বাড়ি তছনছ করা হয়
৫. কোনও আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি আমার স্বামীকে
৬. এমনকি ফোন কেড়ে নেওয়া হয়েছিল
৭. চাকরিতে ইস্তফা দেওয়ার ঠিক আগেই রাজ্যের পুলিশ বিভাগ আমাকে ‘শৌর্য’ পুরস্কার এবং রাষ্ট্রপতি পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ পাঠিয়েছিল
৮. কিন্তু আমি পুলিশের চাকরি আর করতে চাইছিলাম না বলে ওই পদকের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিই
৯. যখন ইস্তফা দিই তখনও আমার বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না
১০. ইস্তফা দেওয়ার পরে আমার সঙ্গে যা কিছু ঘটছে, তার বিচার করার ভার আমি জনগণের উপরে দিলাম
১১. কলকাতায় ফেরার পর সব রকমের আইনানুগ পদক্ষেপ নেব

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!