এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাম-কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

বাম-কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

সদ্য সামনে এসেছে দুই রাজ্যের উপনির্বাচনের ফলাফল। বাংলায় প্রত্যাশামত দুটি আসনেই বিরোধীদের বহু পিছনে ফেলে জিতে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বাধীন তৃণমূল কংগ্রেস। কিন্তু সবাইকে চমকে দিয়ে রাজস্থানে দুটি লোকসভা ও একটি বিধানসভা আসনে বিজেপিকে হারিয়ে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। আর এই ফলাফলে উৎসাহিত বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন ২০১৯ এ কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে তিনি ‘একের বিরুদ্ধে এক’ লড়াই চান। অর্থাৎ বিজেপি বিরোধী বৃহত্তর বিরোধী জোটের জন্য তিনি বেশ জোরের সঙ্গে সওয়াল শুরু করে দেন। আর তারপরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে যায়, তাহলে কি তিনি বিজেপিকে আটকাতে দীর্ঘদিনের বৈরিতা ভুলে এবার বামফ্রন্টের সঙ্গেও হাত মেলাবেন?

কিন্তু গতকাল হাওড়ার ডুমুরজলায় দলীয় সমাবেশে স্পষ্ট জানিয়ে দেন সামগ্রিক ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে তিনি এই নীতি চাইলেও পশ্চিমবঙ্গের জন্য তিনি একই ‘কাফি’, বাংলায় তিনি বাম-কংগ্রেসকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না। তিনি জানান, বিজেপির সঙ্গে সিপিএমের বোঝাপড়া আছে, কংগ্রেসের সঙ্গেও রাজ্যে রাজ্যে বিজেপির বোঝাপড়া আছে। কে দ্বিতীয়, কে তৃতীয় হল, সে সব নিয়ে ভাবি না। বাকি তিনটি দলের প্রাপ্ত ভোট এক জায়গায় আনলেও তা আমাদের থেকে কম। সনিয়াজিকে বলেছি, আমি মনে করি বিজেপির বিরুদ্ধে যে যেখানে শক্তিশালী, তাকেই সর্বশক্তি দিয়ে সমর্থন করা উচিত। লড়াইটা একের বিরুদ্ধে এক হওয়া দরকার। অর্থাৎ তাঁর অবস্থান সুস্পষ্ট, বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারাবার মত শক্তি বিরোধীদের সম্মিলিতভাবে বর্তমানে নেই, আর তাই এখানে তিনিই বিজেপিকে রাখবেন। বাকি দেশেও যেখানে যে শক্তিশালী, সেখানে সেই দল লড়াই করুক। পশ্চিমবঙ্গে আগামী ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একই লড়াই করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!