এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > 2021 WB Election: মুকুল রায় কি ফিরছেন তৃণমূলে? নন্দীগ্রাম থেকে ফেরার পথে তীব্র রাজনৈতিক নাটক

2021 WB Election: মুকুল রায় কি ফিরছেন তৃণমূলে? নন্দীগ্রাম থেকে ফেরার পথে তীব্র রাজনৈতিক নাটক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপির নেতা মুকুল রায়কে নিয়ে প্রায়শই বিতর্ক শোনা যায়। তবে এবার পুরো অন্যরকম আবেদন জানানো হলো মুকুল রায়কে। সূত্রের খবর, নন্দীগ্রাম থেকে ফেরার পথে কোলাঘাটে মুকুল রায়ের সঙ্গে দেখা হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের এবং তাঁরা প্রত্যেকেই মুকুল রায়কে একযোগে তৃণমূলে ফিরে আসার আহবান করেন সামনাসামনি। এটি একটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে। তবে সেই ভিডিওটি প্রিয় বন্ধু মিডিয়া এখনো পর্যন্ত যাচাই করে দেখেনি।

তবে শোনা যাচ্ছে, ভিডিওটি ব্যাপক আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিজেপি নেতা মুকুল রায় তৃণমূল ফিরে আসার আহ্বানকে উপেক্ষা করেছেন সে কথা বলাই বাহুল্য। শুক্রবার নন্দীগ্রাম থেকে ফেরার সময় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি কোলাঘাটের একটি ধাবায় যান। সেখানেই আগে থেকে ছিল তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। যথারীতি মুকুল রায়ের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের ছেলে মেয়েদের কথাবার্তা শুরু হয় এবং তারই ভিডিও প্রকাশ পেয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, এই ভিডিওতেই মুকুল রায়কে তৃণমূল সমর্থক ছাত্ররা ‘জেঠু’ বলে সম্বোধন করেছেন এবং বিজেপিতে না থাকার আবদার করেছে। পাশাপাশি তাঁরা এও বলেছে, দিদির সাথে থাকলেই মুকুল রায় ভালো থাকবেন। শোনা যাচ্ছে, এই ভিডিওতে নাকি মুকুল রায়ের উত্তরটিও আছে। ছাত্র-ছাত্রীদের আবদার মুকুল রায় শান্ত মেজাজের সাথেই সামলেছেন এবং তিনি ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করেছেন তৃণমূল এবং বিজেপির পার্থক্য। বোঝানোর চেষ্টা চালান বিজেপিতে তাঁর বর্তমান অবস্থান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও পরবর্তীতে মুকুল রায় এই ঘটনা নিয়ে কোন জায়গাতেই মুখ খোলেননি। তবে জানা গেছে, ওই কথোপকথনের সময় ওই স্থানে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং এই ঘটনার কথা তিনি স্বীকার করেছেন। পাশাপাশি তিনি জানান, একটা সময় মুকুল রায় দলের অভিভাবক ছিলেন। সেই সূত্রেই তাঁর সঙ্গে কথাবার্তা বলা হয়। প্রসঙ্গত মুকুল রায়কে নিয়ে বারংবার বিতর্ক তৈরি হয়েছে। একসময় তো বলা হচ্ছিল, মুকুল রায় বিজেপি ছেড়ে বেরিয়ে চলে আসবেন তৃণমূলে।

যদিও তা হয়নি। তবে বর্তমানে তৃণমূল থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর ক্রমশ মুকুল রায় কোণঠাসা হয়ে পড়ছেন বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। খুব স্বাভাবিকভাবেই আবারও মুকুল রায়কে নিয়ে শুরু হয়েছে জল্পনা। একুশের বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায় তৃণমূল ফিরে গেলে খেলা যে পুরো ঘুরে যাবে সে ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত এবং নিঃসন্দেহ বিশেষজ্ঞরা। আর তাই হয়তো তৃণমূলের অভ্যন্তরে মুকুল রায়ের ফিরে আসার প্রত্যাশী অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!