এখন পড়ছেন
হোম > রাজ্য > পদ হারাতে চলেছেন “অরূপ” সমেত তৃণমূলের হেভিওয়েট নেতারা

পদ হারাতে চলেছেন “অরূপ” সমেত তৃণমূলের হেভিওয়েট নেতারা


পঞ্চায়েত ভোটার আগেই নির্বাচন কমিশনরে তরফ থেকে এদিন সংরক্ষণের তালিকা প্রকাশ করা হয়েছে।আর এই তালিকা নিয়েই মহা অস্বস্তিতে পড়েছে তৃণমূল। তার কারণ এর ফলে বেশ কিছু নেতারা পদ হারাবেন। আর ১৫ জন জেলা সভাধিপতি জানা গেছে এই তালিকায় রয়েছেন প্রায় ১৫ জন জেলা সভাধিপতি সহ বাঁকুড়ার অরূপ চক্রবর্তী,নদিয়ার বাণীকুমার রায়,ও পূর্ব বর্ধমানের দেবু টুডু।যেহেতু জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের যে সংরক্ষণ তালিকা প্রকাশ হয়েছে, তাতে অনেক জেলা সভাধিপতির পদ সংরক্ষণের আওতায় পড়েছে আর তাই এবার পদে থেকে সভাধিপতিদের তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫টি জেলার সভাধিপতি পদ সংরক্ষিত হয়েছে। তার মধ্যে ১০টি জেলার সভাধিপতি পদ মহিলা সংরক্ষিত হয়েছে, পাঁচটি জেলায় তফশিলি জাতি, তপশিলি উপজাতি ও অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত। মহিলা সংরক্ষিত ১০ জেলার মধ্যে পাঁচটি জেলা পরিষদ সভাধিপতির পদ তপশিলি মহিলা সংরক্ষিত হয়েছে।ফলে অনেক হেভিওয়েট নেতারাই পদ হারাবেন। এদিকে এই পদ হারানো নিয়ে সুবিধা অসুবিধা দুই ই আছে বলে রাজনৈতিকমহল মনে করছে। কেননা যারা ভালো সংগঠক তারা আরো বড় পদ পাবেন আর যারা শুধু সংরক্ষণের জন্য পদ হারাবেন তারা যদি আর অন্য কোনো বড় পদ না পান তবে তাদের মধ্যে যে অসন্তোষ তৈরী হবে তার ফায়দা নেবে বিজেপি। তাদের নিজেদের দিকে ভেড়াবার চেষ্টা করবে তারা। ফলে একটু হলেও এই নিয়ে অস্বস্তিতে আছে তৃণমূল বলেই মনে করছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!