তৃণমূলের টিকিটে রাজ্যসভায় প্রসেনজিৎ, শুভাপ্রসন্ন? জাতীয় বিশেষ খবর রাজ্য February 11, 2018 আগামী ২ রা এপ্রিল পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন শূন্য হচ্ছে। ইতিমধ্যেই পদত্যাগ করায় মুকুল রায়ের আসনটি শূন্য, এছাড়াও মেয়াদ শেষ হচ্ছে তৃণমূল সাসপেন্ড হওয়া কুনাল ঘোষ, নাদিমূল হক ও বিবেক গুপ্তর এবং সিপিএমের তপন সেনের। সূত্রের খবর, নাদিমূল হককে হয়তো দ্বিতীয়বারের জন্য রাজ্যসভায় পাঠানো হতে পারে, এমনকি শিকে ছিঁড়তে পারে বিবেক গুপ্তরও। তবুও ২ জন নতুন সাংসদ পাচ্ছেই তৃণমূল। তাছাড়া এবারের রাজ্যসভার ভোটে জিততে ৫০ টি করে ভোট প্রয়োজন, সেই সংখ্যক বিধায়ক বর্তমানে নেই কংগ্রেস বা সিপিএমের। আর তাই পঞ্চম আসনটি ঘিরে ক্রমশ জল্পনা বাড়ছে। এমনকি জল্পনা বাড়ছে কে হবেন তৃণমূলের নতুন দুই সাংসদ তাই নিয়েও। এরমধ্যেই কলকাতার এক ওয়েব পোর্টালের দাবি, ওই দুই আসনে তৃণমূলের দুই সাংসদ হতে পারেন অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় ও চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। যদিও কিছুদিন আগেই প্রসেনজিৎ স্বয়ং জানিয়েছিলেন, এর আগেও মুখ্যমন্ত্রী তাঁকে রাজনীতিতে আসতে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি রাজনীতিতে আসতে চান না। অন্যদিকে নাম ভাসছে, সদ্য তৃণমূলে যোগ দেওয়া অভিনেত্রী ইন্দ্রানী হালদার, কবি সুবোধ চক্রবর্তী, দলের প্রাক্তন বিধায়ক নির্বেদ রায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষের। তবে শেষ পর্যন্ত কে টিকিট পাবেন তা ঠিক করবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ব্যাপারে যাঁদের নাম উঠে আসছে তাঁদের বা তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায় নি। আপনার মতামত জানান -