তবে কি ভারতী ঘোষ বিজেপিতে যোগ দিচ্ছেন ?রাহুলের মন্তব্যে বাড়লো জল্পনা রাজ্য February 11, 2018 ভারতী ঘোষ বিজেপিতে যাচ্ছেন,মুকুল রায়ের সাথে তার যোগাযোগ হচ্ছে এই সব নিয়ে জল্পনা চলছিলই।এর মধ্যে আবারো ভারতীদেবীকে নিয়ে মন্তব্য করে জল্পনা বাড়ালেন রাহুল সিনহা।এদিন তিনি বলেন যে,‘কাজের সময় কাজি, কাজ ফুরলেই পাজি ‘এটাই তৃণমূলের নীতি।ভারতী ঘোষের জন্য বিজেপির দরজা খোলা।তাঁকে দলে নিয়ে তৃণমূলের কুকর্ম ফাঁস করা হবে বলেও এদিন জানান বিজেপি নেতা।দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যদিও এর আগেই জানিয়েছিলেন যে বিজেপিতে ভারতী ঘোষ আস্তে চাইলে তাঁকে স্বাগত। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে তোলাবাজি ও প্রতারণার অভিযোগে তদন্ত শুরু করেছে সিআইডি৷ আবার এদিন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করেছে জারি করেছে। আর গোপন আস্তানা থেকে তৃণমূলের বিরুদ্ধে মুখও খুলেছেন তিনি।তাই ভারতী ঘোষের বিজেপিতে যোগদান নিয়ে যে আবার জল্পনা বাড়লো তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আপনার মতামত জানান -