এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে পদ পেতেই ঊনিশের স্টাইলে খেলা শুরু মুকুলের? একুশের আগে পিকেকে মাত দেবেন চাণক্য?

বিজেপিতে পদ পেতেই ঊনিশের স্টাইলে খেলা শুরু মুকুলের? একুশের আগে পিকেকে মাত দেবেন চাণক্য?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে মুকুল রায়কে বাংলার চাণক্য বলা হয়। তবে তাঁকে চাণক্য বলার কারণ পরিষ্কার হয়ে গেছে ঊনিশের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর লোকসভা নির্বাচনের আগে মুকুল রায় যেভাবে তৃণমূলের ঘর ভেঙেছিলেন তার ফলাফল কিন্তু স্পষ্ট। বাংলায় 18 টি আসন নিয়ে বিজেপি রাজনৈতিক মঞ্চের সামনের সারিতে উঠে এসেছে। মনে করা হচ্ছে, ঊনিশের লোকসভা নির্বাচনের ফলাফল মাথায় রেখেই একুশের বিধানসভা নির্বাচনের আগে এবার মুকুল রায়কে বিজেপির সহ সভাপতির পদ দেওয়া হল।

এবার দেখার মুকুল রায় প্রশান্ত কিশোরকে কিভাবে টেক্কা দিতে পারেন! বলা যেতে পারে, 2021 এর বিধানসভা নির্বাচনী লড়াই কিন্তু এক প্রকার মুকুল রায় বনাম প্রশান্ত কিশোর হয়ে উঠছে ক্রমে। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর যে ভাঙন ধরিয়েছিলেন শাসকদলে, লোকসভা নির্বাচনের পর তৃণমূলের দায়িত্ব নিয়ে প্রশান্ত কিশোর কিন্তু সেই ভাঙন অনেকটাই রুখে দিয়েছেন বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মুকুল রায় এতদিন কিছুটা নিষ্ক্রিয় ছিলেন গেরুয়া শিবিরে।

কিন্তু এবার সহ-সভাপতির গুরুত্বশালী পদ পাওয়ার পর তাঁকে আবার সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী একুশের মঞ্চ থেকে দাঁড়িয়ে ঘরও‍য়াপসির ডাক দিয়েছিলেন। এবং সে ডাকে সাড়া দিয়ে অনেক নেতা-কর্মীরাই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন আবার। এমনকি দীর্ঘদিন ধরে বিজেপিতে রয়েছেন সেরকম অনেক নেতাও যোগ দিয়েছেন তৃণমূলে। কিন্তু এবার রাজনীতির খেলায় অভিমুখ বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ বিধানসভার মসনদ দখলের ক্ষেত্রে একমাত্র মুকুল রায়ই পারেন তৃণমূলকে ভেঙে বিজেপিকে উল্লেখযোগ্য স্থানে নিয়ে যেতে বলে মনে করা হচ্ছে। মুকুল রায় ইতিমধ্যেই সেরকম পরিকল্পনাও করেছেন। ইতিমধ্যে মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুশীল চন্দ্র রায়। প্রসঙ্গত, খগেন মূর্মূ মুকুল ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত রাজনৈতিক মহলে। আর তাই এই যোগদানের পেছনেও মুকুল রায়ের হাত আছে বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে রামনগরেও দিলীপ ঘোষের হাত ধরে দলে যোগ দিয়েছেন প্রাক্তন সিপিএম বিধায়ক। 2021 এর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপি এবার খুব মেপে মেপে পা ফেলছে। যাদের এলাকায় টিকিট দেওয়া যেতে পারে এমন নামই বেছে নেওয়া হচ্ছে দলবদলের ক্ষেত্রে। এদিকে একুশের নির্বাচলে মুকুল রায়ের রাজনৈতিক পরিকল্পনা কি হতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে ক্রমশ জল্পনা বাড়ছে। মুকুল রায়ের পরিকল্পনা সফল করতে তাঁর সঙ্গে তৃণমূলের কোন কোন বিধায়ক বা নেতার যোগাযোগ রয়েছে তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন ।

এবং লাখ টাকার প্রশ্ন হল, প্রশান্ত কিশোর কি মুকুল রায়ের হাত থেকে তৃণমূল নেতাদের আটকাতে পারবেন? আপাতত, একুশের বিধানসভা নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে বাংলার রাজনীতিতে যুযুধান দুই রাজনৈতিক শিবির তৃণমূল এবং বিজেপি জোরদার লড়াইয়ের প্রস্তুতি নিতে এখন তৎপর। তবে দু’দলের কারো পক্ষেই এবারের বিধানসভা নির্বাচন যে খুব একটা সহজ হবে না সেকথাও নিশ্চিতভাবে ব্যক্ত করছেন বিশেষজ্ঞরা।  রাজনীতির খেলায় কে এগিয়ে থাকবে এবং কার গেমপ্ল্যান দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তা নিয়েই এখন গরমাগরম আলোচনা বাংলার রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!