এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পাল্টা চাপানউতরে সরগরম রাজ্য রাজনীতি ! এই ইস্যুতে শুভেন্দুকে তীব্র আক্রমণ তৃণমূলের এই হেভিওয়েটের !

পাল্টা চাপানউতরে সরগরম রাজ্য রাজনীতি ! এই ইস্যুতে শুভেন্দুকে তীব্র আক্রমণ তৃণমূলের এই হেভিওয়েটের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  আজ পাহাড়ের জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে পাহাড়ের শান্তি রক্ষায় কড়া বার্তা দিয়ে ধান্দাবাজ নেতার কথায় পাহাড়ে অশান্তি নয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী । আর এই ‘ধান্দাবাজ নেতা’ মন্তব্যের পাল্টা জবাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি এই প্রসঙ্গে বলেন “কে ধান্দাবাজ ? সেটা জানতে হবে তো !”  সেই সাথে তিনি আর কটাক্ষ করে শাসকদলকয়ে তীব্র আক্রমণ করে জানান যে পাহাড়ের মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেন না , তারা জানেন মুখ্যমন্ত্রীর কথার সাথে কাজের কোনো মিল নেই । ২০১৪ সাল থেকে তাঁকে ভোট দেয় না পাহাড়বাসী ভবিষ্যতেও দেবে না ।

আর  এমত পরিস্থিতে এবার শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ । কাজেই পাল্টা চাপানউতরে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি বলে মনে করছেন রাজনৈতিক মহল । এদিন কুনাল ঘোষ জানান ‘ শুভেন্দু যখন বললো দল ভাঙিয়ে নাকি কে এসেছে , তা ওই ( শুভেন্দু) তো দল ভাঙিয়ে বিজেপিতে গেছে । ওই ( শুভেন্দু) তো দলবদলু ধান্দাবাজ , চোর ব্ল্যাকমেলার ,তৃণমূল থেকে সমস্ত রকম ক্ষমতায় থাকার পর যে দল বদলে গেছে সে জিজ্ঞেস করছে কে ধান্দাবাজ ?এটা সম্ভব ! আমার মনে হয় বাংলার মানুষ বুঝতে পারছে । পাহাড় বাম জামানায় অশান্ত ছিল , বিজেপির হাতে পরে সর্বানাশ হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নীতি তাতে পর্যটকরা যাচ্ছেন অর্থনীতি সচল রয়েছে , শান্তি ফিরে এসেছে গণতন্ত্রের উৎসব হচ্ছে ।নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্টা করাটাই মমতার সাফল্য ।”

অর্থাৎ সব মিলিয়ে এদিন রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার পাল্টা মন্তব্যের মাধ্যমে বিরোধী দলনেতা শুভেন্দুকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে মমতার রাজত্বকালে পাহাড়ের রাজনীতিতে শান্তি ফিরে এসেছে সেখানে অর্থনীতি সচল রয়েছে ও গণতন্ত্রের উৎসব হচ্ছে । আর এমত অবস্থায় বিজেপির কেউ এই ধরনের প্রশ্ন করাটাকে একেবারেই অবান্তর বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি। এখন দেখার বিষয় আগামীতে কোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!