এখন পড়ছেন
হোম > রাজ্য > বাম-কংগ্রেসের জোট হচ্ছেই জানালেন আবদুল মান্নান

বাম-কংগ্রেসের জোট হচ্ছেই জানালেন আবদুল মান্নান

পঞ্চায়েত নির্বাচনে ফের বামেরা জোট করতে চলেছে কংগ্রেসের সাথে এদিন এমনই জানালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ।জোট নিয়ে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কোনও ঘোষণা না হলেও নিচুতলায় জোট হবে এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান।এদিন তিনি আরো জানান যে, “পঞ্চায়েত কিংবা পৌরসভার নির্বাচন হয় একেবারে তৃণমূলস্তরে। পঞ্চায়েত ভোট গ্রামস্তরের লড়াই। সেখানে কোনও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের কন্ট্রোল থাকে না। প্রতিটি রাজনৈতিক দলেরই নিজস্ব কিছু নীতি ও আদর্শ রয়েছে। সেসব নীতিকে ধরে রেখে স্থানীয় স্তরে যে যেভাবে পারে অন্য দলের সঙ্গে জোট করে। বাম আমলেও অনেক নির্বাচনে আরএসপি , সিপিআইএম ও ফরওয়ার্ড ব্লক একে অন্যের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু বাম জোট অক্ষুণ্ণ থেকেছে। তাই পঞ্চায়েত নির্বাচনে তাঁদের দলে রাজ্যস্তর থেকে তৃণমূলস্তরের কাজকর্মে হস্তক্ষেপ করা হয় না। এক্ষেত্রে জেলা ও ব্লক নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।এটা তাঁদের দলের নীতি। সেই নীতি মেনেই এসব ভোটে দলীয় নেতা-কর্মীরা সিদ্ধান্ত নেন। একই ঘটনা ঘটে জেলা পরিষদ স্তরেও। সেখানেও অন্য কোনও দলের সঙ্গে জোট হবে কি না, তা ঠিক করবে জেলা নেতৃত্ব।”এর আগে মালদা জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম নুরও বামেদের সঙ্গে জোট করে লড়াই করার কথা জানিয়েছিলেন।যদিও তিনি এই ব্যাপারে শীর্ষ নেতৃত্বকেই গুরুত্ব দিয়ে বলেছিলেন যে, “এক্ষেত্রে দলের প্রদেশ নেতৃত্বের নির্দেশ অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে।”তবে মান্নান সাহেবের এই মন্তব্ব্য যে ফের একবার জোট সম্ভাবনাকে উস্কে দিলো তাতে কোনো সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!