এখন পড়ছেন
হোম > Uncategorized > নন্দীগ্রামে তৃণমূল পরিবারে গৃহযুদ্ধ, মমতার দূতকে ঘিরে বিক্ষোভ !

নন্দীগ্রামে তৃণমূল পরিবারে গৃহযুদ্ধ, মমতার দূতকে ঘিরে বিক্ষোভ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনে সকলের নজর ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে। কার্যত তৃণমূলের হাইপ্রোফাইল নেতা নেত্রীরা এই নন্দীগ্রামের মাটি কামড়ে পড়েছিলেন। কারণ এখানে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বা তিনি বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়ে গিয়েছেন।

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, নন্দীগ্রাম তাদের সবথেকে শক্ত ঘাঁটি। কিন্তু সেই নন্দীগ্রামে এবার যে গৃহযুদ্ধ লেগে গিয়েছে তৃণমূল পরিবারে, তা স্পষ্ট হয়ে গেল। যেখানে তৃণমূল সাংসদ দোলা সেনের উপস্থিতিতে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতাকর্মীরা।

সূত্রের খবর, এদিন নন্দীগ্রামে তৃনমূলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। আর সেই বৈঠকেই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহেরকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন একাংশ। যার জেরে ব্যাপক হট্টগোল শুরু হয়। পরবর্তীতে দোলা সেনের সামনেই তৃণমূলের নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!