এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভারত সফরে দুই মার্কিনি হেভিওয়েট মন্ত্রী, চীন-পাকিস্তানের ঘুম উড়িয়ে আরও মজবুত হবে সম্পর্ক?

ভারত সফরে দুই মার্কিনি হেভিওয়েট মন্ত্রী, চীন-পাকিস্তানের ঘুম উড়িয়ে আরও মজবুত হবে সম্পর্ক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মার্কিন বিদেশমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা মন্ত্রী মার্ক টি এস্পার সোমবার ‘টু প্লাস টু’ মন্ত্রীস্তরীয় আলোচনার জন্য ভারতে আসছেন। দুই নেতা এখানে চীনের সাথে ভারতের সীমান্ত বিরোধের আবহে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনের এক সপ্তাহ আগে আসছেন – যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ‘টু প্লাস টু’ আলোচনা মঙ্গলবার হবে।

তাঁরা ভারতের বিদেশমন্ত্রী এসকে জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এই আলোচনায় ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বাড়ানোর জন্য চীনের প্রচেষ্টা এবং পূর্ব লাদাখ অঞ্চলে লালফৌজের আগ্রাসী আচরণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত কয়েকমাস ধরে আমেরিকা ভারতের সাথে সীমান্ত বিবাদ, দক্ষিণ চীন সাগরে তার সামরিক আগ্রাসন এবং হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভ মোকাবেলা করার মতো বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে চীনকে আক্রমণ করে আসছে। পম্পেও এবং এস্পার তাদের ভারতীয় প্রতিপক্ষের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই দুই মার্কিনি মন্ত্রী পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও দেখা করবেন।

কর্মকর্তাদের মতে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এস্পারকে সোমবার বিকেলে রাইসিনা হিলসের সাউথ ব্লকের লনে গার্ড অফ ওনার দেওয়া হবে। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার জন্য দীর্ঘদিনের মুলতুবি থাকা বিইসিএ (বেসিক এক্সচেঞ্জ এবং সহযোগিতা চুক্তি) চূড়ান্ত করার বিষয়েও উভয় পক্ষ আশাবাদী।

প্রসঙ্গত, বেকা চুক্তির মাধ্যমে ইতিমধ্যেই দুটি দেশের মধ্যে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, সরঞ্জামাদি এবং ভূ-স্থানিক মানচিত্রের বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। গত কয়েক বছর ধরে ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে চীন যুদ্ধের পরিস্থিতি তৈরী করে অশান্ত করতে চাইছে, সেই আবহে ভারত-মার্কিনি এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!