এখন পড়ছেন
হোম > জাতীয় > সুযোগ পেতেই দেশের শিক্ষিত প্রধানমন্ত্রীর অভাব নিয়ে জল্পনা চরমে নিয়ে গেলেন কেজরিওয়াল

সুযোগ পেতেই দেশের শিক্ষিত প্রধানমন্ত্রীর অভাব নিয়ে জল্পনা চরমে নিয়ে গেলেন কেজরিওয়াল


আম আদমী পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নাম না করেই সোস্যাল মিডিয়ায় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচনা করলেন। ট্যুইটারে তিনি লিখলেন ,”দেশ একজন শিক্ষিত প্রধানমন্ত্রীর অভাব বোধ করছে।” অরবিন্দ কেজরীওয়ালের এই মন্তব্য প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষে যে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাজ্ঞ অর্থনীতিবিদ মনমোহন সিং এর বিষয়ে ইঙ্গিত করছেন সেই বিষয়ে কোনো দ্বিমত নেই জনসাধারনের। একইসাথে কেজরীওয়াল লিখেছেন , ‘একজন প্রধানমন্ত্রীর অবশ্যই শিক্ষিত হওয়া কাম্য।’‌ এছাড়াও এদিন তিনি দিল্লীর জল সমস্যা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রসঙ্গে তিনি লিখেছেন, “দিল্লিতে ‌বিজেপি পানীয় জল নিয়েও নোংরা রাজনীতি করছে। ২২ বছর ধরে দিল্লি পর্যাপ্ত জল পাচ্ছিল। আচমকা, হরিয়ানার বর্তমান বিজেপি সরকার জল সরবরাহ অনেক কমিয়ে দিয়েছে। এভাবে রাজনীতির যাঁতাকলে প্রাণ যাচ্ছে মানুষের।” তাঁর মতে প্রধানমন্ত্রী দেশের বিকাশ বা উন্নয়নের কথা বললেও কার্যক্ষেত্রে যে তা হচ্ছেনা তা দেশের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রীয় উপনির্বাচন, বিধানসভা নির্বাচন, উপ নির্বাচন সর্বক্ষেত্রেই বিজেপির পরাজয়ের ধারা প্রমাণ করছে। এইসব আসলে প্রধানমন্ত্রীর অপশাসনেরই পরিণাম বলে তিনি মনে করছেন। এই প্রসঙ্গে তাঁর অভিমত জানিয়ে তিনি লিখলেন , “এই ফল দেখাল, মোদী সরকারের বিরুদ্ধে মানুষ কতটা অসন্তুষ্ট। এখনও পর্যন্ত অনেকেই মনে করছিলেন মোদিকে হারানো সম্ভব নয়। আজ সকলে বুঝতে পেরেছেন, নরেন্দ্র মোদীর বিকল্প কী। সবার আগে বিজেপিকে সরাতে হবে।’‌’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!