পাচার করতে গিয়ে ধৃত তৃণমূল নেতা দাবি পুলিশের রাজ্য February 10, 2018 এবার পুলিশের জালে তৃণমুলের যুব নেতা সহ আরোও দু’জন৷ জানা গেছে পাঞ্জিপাড়া ফাঁড়ি অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে ফেন্সিডিল সমেত ধারা পড়েছেন তৃণমুলের যুব নেতা সহ আরোও দু’জন৷ তাদের নাম অশ্বীনি কর্ণ, পরিতোষ সাহা ও সুমিত চৌধুরী। এদের মধ্যে অশ্বিনী কর্ণ নিজেকে ডালখোলা শহর যুব তৃণমুল কংগ্রেসের কার্য্যকারী সভাপতি বলে দাবি করেছেন। ৩১ নং জাতীয় সড়কে তৃণমূল নেতার ওই গাড়ি থেকে ১১১ বোতল ফেন্সিড্রিল উদ্দার করা হয় বলে পুলিশের দাবি। এরপরেই তিন জনকে সহ গাড়িটি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে৷পুলিশ জানিয়েছে যে,ধৃতেরা স্বীকার করেছে যে তারা বাংলাদেশে পাচারের উদ্দ্যেশেই নিয়ে যাচ্ছিলো এই মাদকগুলি৷ কিন্তু পাচারের আগেই পুলিশের জালে আটকে পরে এই তিন যুবক৷ তাছাড়া অশ্বিনী কর্ণ নিজেকে ডালখোলা শহর যুব তৃণমুল কংগ্রেসের কার্য্যকারী সভাপতি বলে দাবি করেন৷ সত্যি কি তিনি তৃণমূল যুব নেতা বা এই গ্রেফতার নিয়ে ডালখোলার তৃণমুল নেতারা কিছু বলেন নি। আপনার মতামত জানান -