এখন পড়ছেন
হোম > রাজ্য > নেতৃত্বে বড়সড় বদল হতে চলেছে রাজ্য বিজেপিতে,আশ্বাস কেন্দ্রীয় নেতৃত্বর

নেতৃত্বে বড়সড় বদল হতে চলেছে রাজ্য বিজেপিতে,আশ্বাস কেন্দ্রীয় নেতৃত্বর

বিজেপির বিভিন্ন বিক্ষুব্ধ অংশ প্রাক্তন সভাপতি রাহুল সিনহা থেকে বর্তমান সভাপতি দিলীপ ঘোষের প্রতিও অনাস্থা প্রকাশ করেছে। আর এবার তাদের আশ্বস্ত করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বে শীঘ্রই নতুন মুখ আনতে চলেছেন বলে জানা গেছে।বর্তমানে বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ৷ কিন্তু, বিজেপির এই বিক্ষুব্ধ বিভিন্ন অংশের মতে রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বের কারণেই বিজেপি এই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আর তাই বিজেপিকে বাঁচানো’র লক্ষ্যে গত বছরের মে মাসে বিজেপির বিক্ষুব্ধ অংশ সেভ বেঙ্গল বিজেপি বলে একটি নতুন দল গঠন করেছে।তাদের মতে তারা আসল বিজেপি।পশ্চিমবঙ্গের বিজেপিকে ‘দুর্নীতি’ থেকে মুক্ত রাখা এবং বর্তমানে যে বিজেপি আছে তার বিরুদ্ধেও মুখ খোলেন। তাছাড়া তারা নানা কর্মসূচিও নিয়েছে। কলকাতায় বড় সভার হওয়ার কথা হয়েছিল জানুয়ারি মাসে কিন্তু উলুবেড়িয়া এবং নোয়াপাড়া উপনির্বাচনের কারণে সভার দিন পিছিয়ে দেয় তারা৷ তবে এই মাসে সেই সভা করার কথা ভেবেছিলেন তারা তাই নেতৃত্বে মুখ বদলাবে কেন্দ্রীয় নেতৃত্বের আশ্বাস পাওয়ার পর তারা আইমাসটি অপেক্ষা করছে বলে জানা গেছে। এই নিয়ে সেভ বেঙ্গল বিজেপির সভাপতি অশোক সরকার বলেছেন, ‘‘তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেসের দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের রাজ্য বিজেপির বিভিন্ন পদে বসানো হচ্ছে৷ বাংলায় এ ভাবে বিজেপির ক্ষতি আমরা হতে দেব না৷ বিজেপিকে বাঁচানোই আমাদের লক্ষ্য৷’’তিনি আরো জানান যে,‘‘বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একমাস আমাদের অপেক্ষা করতে বলেছেন৷ রাজ্য নেতৃত্বে কী হয়, দেখতে বলেছেন৷ আমরা এই ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব৷ এই একমাসের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের আশ্বাস অনুযায়ী কাজ না হলে, আমরা সভার আয়োজন করব৷কেন্দ্রীয় নেতৃত্বের আশ্বাস অনুযায়ী কাজ না হলে, পশ্চিমবঙ্গে দুর্নীতিমুক্ত বিজেপি গঠন করতে আমাদের আন্দোলন চলবে৷’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!