এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে বড় ঘোষণা মমতার! বয়স ১৮-৫০ এর মধ্যে হলেই পেতে পারেন ২ লাখ টাকা! কিভাবে জেনে নিন!

করোনা আবহে বড় ঘোষণা মমতার! বয়স ১৮-৫০ এর মধ্যে হলেই পেতে পারেন ২ লাখ টাকা! কিভাবে জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনী দামামা বেজে উঠতেই শুরু হয়েছে শাসকদলের একের পর এক জনমোহিনী ঘোষণা। শাসক দলের জনমোহিনী প্রকল্প নিয়ে এমিনিতেই বিরোধীদের কটাক্ষ তুঙ্গে। কিন্তু সেসব কথায় কান না দিয়ে এবার আর একটি রাজ্যবাসীর জন্য সুযোগ এনে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক আগে থেকেই রাজ্যের পিছিয়ে পড়া জনজাতিদের জন্য বিভিন্ন রকম সুযোগ-সুবিধা প্রদান করলেও এতদিন পর্যন্ত সংখ্যাগুরুদের জন্য কোন সুযোগ ছিল না।

সম্প্রতি সে সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত কিছুদিন আগে রাজ্যের 8000 পুরোহিতদের জন্য এক হাজার টাকা করে মাসিক ভাতার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এছাড়া যেসব পুরোহিতদের বাড়ি নেই, তাঁরাও বাংলা আবাস যোজনার অন্তর্গত বাড়ি পাবেন বলে জানা গেছে। এবার তৃণমূল নেত্রী চমকপ্রদ ঘোষণা করলেন রাজ্যের যুবসমাজের জন্য। সূত্রের খবর, কর্মসাথী প্রকল্পে এবার 18 থেকে 50 বছরের মধ্যে যেকোনো নাগরিক দু’লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই লোন পেতে গেলে কিছু নিয়ম মানতে হবে বলে জানা গেছে। তার মধ্যে অন্যতম হলো লোন পেতে গেলে ন্যূনতম যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস। এর সাথে সঠিক নিয়ম মেনে রাজ্য সরকারের কাছে আবেদন করতে হবে। সেই আবেদনপত্র খতিয়ে দেখবে জেলা ও ব্লক স্তরের কমিটি। আবেদনপত্রের সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে মঞ্জুর করা হবে সেটি এবং মিলবে টাকা। কর্মসাথী প্রকল্পটি অবশ্য আজকের নয়, বহুদিনের। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্পটির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করার জন্য এর আগে গতিধারা বলে একটি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের অন্দরে বহু যুবক গাড়ি কিনে স্বাবলম্বী হয়েছেন বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন আর বিশেষ দেরি নেই। আর তাই এবার রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল চেষ্টা করছে জনগণের মন পাবার। সেক্ষেত্রে শাসক দল একটু বেশি সুযোগ পাচ্ছে এবং সেই সুযোগকে কাজে লাগাতে তাঁরা তৎপর। তবে জনসাধারণ সরকারের জনমোহিনী প্রকল্পে সাড়া দিয়ে ভোটবাক্সে সাড়া দেন কিনা সেটাই এখন দেখার!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!