এখন পড়ছেন
হোম > রাজ্য > টার্গেট পূরণে ব্যর্থ, ক্ষোভে ফেটে পড়লেন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

টার্গেট পূরণে ব্যর্থ, ক্ষোভে ফেটে পড়লেন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক


চলতি সপ্তাহে কোচবিহার জেলা সফর করলেন রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী বললেন ধান কেনার ক্ষেত্রে এই জেলা অনেক পিছিয়ে রয়েছে । এই জেলাকে ধান ক্রয়ের পরিমান বৃদ্ধি করতে তৎপর হতে হবে। একই সাথে তিনি এই জেলার সাবেক ছিট মহল, চা বাগানে রেশন এবং ধানের টার্গেট ফুল ফিল করতে আলাদা করে এক আধিকারিক বসানোর কথাও জানালেন। খাদ্য মন্ত্রী এই জেলায় জেলা শাসকের দফতরের ল্যান্সডাউন হলে ধান কেনা থেকে শুরু করে খাদ্য দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসনিক আধিকারি সহ রাইস মিলের মালিকদের নিয়ে বৈঠক করেন ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ , রাজ্যের বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, সাংসদ পার্থ প্রতিম রায় প্রমুখরা। এদিনের বৈঠকে জেলার ধান কেনার ক্ষেত্রে যে ট্রাগেট দেওয়া হয়েছিল সেটা পূরণে ব্যর্থ হওয়ার কারণে উপস্থিত আধিকারিকদের কাছে জবাবদিহি চাইলেন খাদ্য মন্ত্রী। উল্লেখ্য ৩১ শে অক্টোবর ২০১৮ পর্যন্ত চাল ক্রয়ের ক্ষেত্রে যা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিলো এখনও অবধি তার মাত্র ৬০% পূরণ হয়েছে। ধান কেনার অগ্রগতি বাড়াতে সেলহেল্প গ্রুপের মহিলাদের কাজে লাগানোর কথা জানালেন। পাশাপাশি এদিন তিনি এদিন জেলায় অবস্থিত চা বাগানগুলির ৬৫জন মানুষকে ২টাকা কেজি চাল আটা দেওয়ার কথা ঘোষণা করলেন। এই জেলার ছিটমহলের অধিবাসী মানুষজনের সাহায্যের জন্য প্রসাসনিক আধিকারিকদের জ্যোতিপ্রিয় বাবু এদিন বললেন, ইতিমধ্যে ঐ অঞ্চলে ১৫হাজার রেশনকার্ডের অনুমোদন হয়েছে হয়েছে। আগামী সপ্তাহে বাদ বাকি কার্ড ও ইস্যু হয়ে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!