এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “দিয়েছিলিস, নিয়ে নে” পদের তোয়াক্কা না করে হিম্মত দেখালেন শুভেন্দু! গোপন তথ্য ফাঁস!

“দিয়েছিলিস, নিয়ে নে” পদের তোয়াক্কা না করে হিম্মত দেখালেন শুভেন্দু! গোপন তথ্য ফাঁস!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শিরদাঁড়া সোজা রেখে তৃণমূল কংগ্রেস ছেড়ে গত 2021এর বিধানসভা নির্বাচনের আগেই ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এখন তিনি রাজ্যের বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, তিনিই হচ্ছেন বাংলার প্রকৃত নেতা। বিভিন্ন সময় তৃণমূলের নেতা-নেত্রীরা দাবি করেন যে, শুভেন্দু অধিকারীকে অনেক বড় জায়গায় পৌঁছে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি না থাকলে নাকি শুভেন্দু অধিকারী নেতা হতে পারতেন না। কিন্তু তৃণমূলের সেই সমস্ত চুনোপুটি নেতাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে আজ ময়নার সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তার বক্তব্যের পর তৃণমূলের যে সমস্ত নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় শুভেন্দু অধিকারী পদ পেয়েছেন বলে দাবি করতেন, তাদের লজ্জায় মুখ দেখানোর মত জায়গা থাকবে না বলেই মনে করছেন একাংশ।

প্রসঙ্গত, এদিন তমলুকের বিজেপি প্রার্থীর সমর্থনে ময়নায় একটি সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তার প্রাক্তন দল তৃণমূলের দেওয়া একের পর এক পদ তিনি কি করে তৃণমূলকে ফিরিয়ে দিয়েছিলেন এবং কিভাবে তাদের মুখে ঝামা ঘষে বিজেপিতে যুক্ত হয়েছিলেন, তা স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমি 23 নভেম্বর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছিলাম। বলেছিলাম, এই যে দিয়েছিলিস নিয়ে নে। যদি নিজের ক্ষমতায় কিছু করতে পারি বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে, তাহলে সেটা ভবিষ্যতে দেখা যাবে।”

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর এই ধরনের বক্তব্যের অত্যন্ত প্রয়োজন ছিল বাংলার রাজনীতিতে। কারণ তৃণমূল একতরফা এই শুভেন্দু বাবুকে আক্রমণ করছিল‌। যদিও বা তাতে বিরোধী দলনেতার কিছু এসে যায় না। কারণ তিনি তৃণমূলের এই সমস্ত রুচিহীন বক্তব্যের জবাব দিতে খুব একটা আগ্রহী নন। তবুও একেবারে শাসক দলের নেতাদের মুখের ওপর জবাব দিয়ে শুভেন্দু অধিকারীও বুঝিয়ে দিলেন যে, তাকে যে সমস্ত পদ তৃণমূল দিয়েছিল, তার সবটাই ফিরিয়ে দিয়ে তিনি বিজেপিতে যুক্ত হয়েছেন। অন্যান্য নেতাদের মত নির্লজ্জতার রাজনীতি অন্তত তিনি করেননি। তাই শিরদাঁড়া সোজা রেখে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতা হিসেবে এই সরকারের বিরুদ্ধে লড়াই করছেন, তাতে মানুষের আশীর্বাদ নিয়েই আগামী দিনে তিনি তৃণমূলের বিরুদ্ধে বড় জায়গা করে নেবেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!