এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “আইন হাতে নিলেই ডান্ডা আছে” সাত সকালে লাঠি হাতে মর্নিং ওয়াকে দিলীপ!

“আইন হাতে নিলেই ডান্ডা আছে” সাত সকালে লাঠি হাতে মর্নিং ওয়াকে দিলীপ!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বরাবরই খবরের শিরোনামে থাকেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার মেদিনীপুর থেকে তাকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তবুও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে তিনি বুঝিয়ে দিচ্ছেন, তিনি কাউকে ভয় পান না। সম্প্রতি চা চক্রে যোগ দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছিল। আর আজ একেবারে সাত সকালে লাঠি হাতে মর্নিং ওয়াক করতে দেখা গেল সেই দিলীপ ঘোষকে। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্রের খবর, আজ সাতসকালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষকে নতুন ভূমিকায় দেখা যায়। যেখানে দলের নেতা কর্মীদের সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়ে লাঠি হাতে অবতীর্ণ হন তিনি। মানুষজনের সঙ্গে কথা বলার সময় তার হাতে ছিল একটা মোটা লাঠি। স্বাভাবিকভাবেই কেন দিলীপ ঘোষ এখন লাঠি নিয়ে বেরিয়েছেন, সেই প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “কিছু অবাঞ্ছিত লোক আমার সামনে চলে আসছে। তাই আমার একজন পরিচিত মানুষ বললেন যে, আপনি এই লাঠিটা হাতে নিয়ে রাখুন। কেউ যদি অন্যায় ভাবে আইন হাতে তুলে নেয়, তাহলে তার জন্য ডান্ডা আছে।” একাংশ বলছেন, দিলীপ ঘোষের হাতে লাঠি থাকা নিয়ে তৃণমূল নানা প্রশ্ন করতে পারে। কিন্তু এই রাজ্যের শাসক দল যে অসভ্যতা শুরু করেছে বিজেপির নেতা কর্মীদের সঙ্গে, তার পাল্টা তাদেরকে শিক্ষা দিতেই দিলীপ ঘোষ এই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!