এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ শেষ হচ্ছে বিগত পঞ্চায়েতের মেয়াদ, মামলা শেষ না হওয়ায় গ্রামোন্নয়ন নিয়ে চিন্তায় রাজ্য

আজ শেষ হচ্ছে বিগত পঞ্চায়েতের মেয়াদ, মামলা শেষ না হওয়ায় গ্রামোন্নয়ন নিয়ে চিন্তায় রাজ্য

আজই শেষ হতে চলেছে বিগত পঞ্চায়েত বোর্ডের মেয়াদ। কিন্তু এরই মাঝে এবছর কি ভাবে হবে বোর্ড গঠন। কারন ইতিমধ্যেই এই পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ আটকে রয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে গতকাল এই মামলার রায় বেরোনোর কথা থাকলেও বর্তমানে সেই পঞ্চায়েত মামলার ভবিষ্যৎ কার্যত অনিশ্চয়তার মুখে।জানা গেছে, এই মামলা দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে চলছে। গতকাল তার শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এজলাসে না আসায়। এদিনও চূড়ান্ত পর্বের শুনানি হল না। সূত্রের খবর, এদিন প্রধান বিচারপতি রাজ্য সরকারকে জানিয়ে দেন যে, পরবর্তী শুনানির দিন এখনই বলা যাবে না। তাই আগে বিচারপতি চন্দ্রচূড় কাজে যোগ দিন, তারপর শুনানির দিন ঠিক হবে।’ 

ফলে সুপ্রিম কোর্টের এই অবস্থানের জেরে পঞ্চায়েত নিয়ে প্রবল জটিলতা তৈরি হল রাজ্যে। কেননা, পঞ্চায়েত প্রসঙ্গে সংবিধানের 243 ই ধারায় স্পষ্ট ভাষায় বলা আছে যে, পাঁচ বছরের বেশি কোনওভাবেই পঞ্চায়েতের মেয়াদ থাকতে পারে না। ফলে আগামীকাল স্বাধীনতা দিবসের ছুটির পর বৃহস্পতি অথবা শুক্রবার যাতে এই মামলার শুনানি হয়, তার আর্জি এদিনই সুপ্রিম কোর্টকে জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অতিরিক্ত লিখিত বক্তব্যও দেওয়া হয়েছে।

যেখানে রাজ্য তাঁর বক্তব্যে জানিয়েছে, সুপ্রিম কোর্টে এই পঞ্চায়েত মামলার নিষ্পত্তি না হওয়ায় চলতি অর্থবর্ষের এই মাঝামাঝি সময়ে পঞ্চায়েতে বিভিন্ন কাজ চলায় এই মুহুর্তে নতুন বোর্ড দায়িত্ব না নিতে পারলে মুখ থুবড়ে পড়বে সমস্ত কাজ।  তাই দ্রুত এই মামলার শুনানির দিন ঠিক করার পাশাপাশে রায়দানেরও আর্জি জানিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী বিকাশ সিং। উপস্থিত ছিলেন রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সেল সুহান মুখোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এদিন এই সুপ্রিম কোর্টে রাজ্যের পঞ্চায়েত মামলার শুনানিতে ঠিক কী হয় তা জানতে পঞ্চায়েত দপ্তরের ওএসডি সৌরভ দাস,  রাজ্য নির্বাচন কমিশনের অফিসাররা উপস্থিত থাকলেও এই মামলার শুনানি ফের না হওয়ায় তাঁরা কার্যত হতাশ হয়ে পড়েন  । সব মিলিয়ে মেয়াদ শেষের আগেই  সুপ্রিম কোর্টে দ্রুত শুনানি চেয়ে এদিন ফের নিজেদের আবেদন জানাল রাজ্য সরকার। এখন পাকাপাকিভাবে এই রাজ্যের পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী প্রার্থীদের নিয়ে ঠিক কবে রায় দেয় সুপ্রিম কোর্ট সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!