এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা বিধানসভা নির্বাচন: কি বলছে এক্সিস-মাই-ইন্ডিয়ার সমীক্ষা?

ত্রিপুরা বিধানসভা নির্বাচন: কি বলছে এক্সিস-মাই-ইন্ডিয়ার সমীক্ষা?


ত্রিপুরাতে গত ১৮ ই ফেব্রুয়ারী ভোটগ্রহণ হয়ে গেলেও ভোটগণনা হবে আগামী ৩ রা মার্চ মেঘালয় ও নাগাল্যান্ডের সাথে একসঙ্গে, ফলে এই রাজ্যে কি হবে তা নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছে। গতকাল মেঘালয় ও নাগাল্যান্ডের ভোটপর্ব মিতে যেতেই একে একে সামনে আসতে শুরু করেছে বিভিন্ন জাতীয় গণমাধ্যমের জনমত সমীক্ষা। যথারীতি এবারের ত্রিপুরা নির্বাচনের লাখ টাকার প্রশ্ন একটাই – পরিবর্তন না প্রত্যাবর্তন? ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে সেখানে গেরুয়া রাজত্ত্ব কায়েম হবে নাকি, মানিক সরকারের নেতৃত্ত্বে সেখানে অষ্টম বাম সরকারের প্রত্যাবর্তন হবে সেই দিকেই তাকিয়ে সবাই। ভোটগ্রহণের পর বাম ও বিজেপি – দুই রাজনৈতিক শিবিরেরই অভ্যন্তরীণ হিসাবে দাবি করা হয়েছিল – সরকার তারাই গঠন করতে চলেছে। আর এবার সামনে এল সংবাদ সংস্থা এক্সিস-মাই-ইন্ডিয়ার সমীক্ষা। সেই সমীক্ষা থেকে দেখা যাচ্ছে ত্রিপুরাতে এবার পরিবর্তন অবশ্যম্ভাবী। এক্সিস-মাই-ইন্ডিয়ার করা এক্সিট পোল অনুযায়ী ত্রিপুরার সাম্ভাব্য ফলাফল হতে পারে নিম্নরূপ –

বিজেপি – ৪৪-৫০
বামফ্রন্ট – ৯-১৫
অন্যান্য – ০-৩

*এই সমীক্ষা প্রিয়বন্ধু মিডিয়ার নিজস্ব নয়, সংবাদসংস্থা এক্সিস-মাই-ইন্ডিয়ার করা, এই সমীক্ষার দায় কোনোমতেই প্রিয়বন্ধু মিডিয়ার নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!