এখন পড়ছেন
হোম > জাতীয় > রাফাল নিয়ে কে ‘পালিয়ে’ বেড়াচ্ছে কেন্দ্র সরকার? প্রতিরক্ষা মন্ত্রীর পদক্ষেপে বড় প্রশ্নচিহ্ন

রাফাল নিয়ে কে ‘পালিয়ে’ বেড়াচ্ছে কেন্দ্র সরকার? প্রতিরক্ষা মন্ত্রীর পদক্ষেপে বড় প্রশ্নচিহ্ন

রাফাল চুক্তি সংক্রান্ত পিছু ছাড়ছে না মোদী সরকারের| বিরোধীদের কটাক্ষ তো রয়েইছে এখন আবার শুরু হয়েছে সাংবাদিকদের প্রশ্ন| সুতরাং কোনো ভাবেই রাফাল জনিত কিছুই এড়াতে পারছে না বিজেপি| এবার সাংবাদিকদের রাফাল প্রশ্নের মুখোমুখি হলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ|

বিজেপির কার্যকারিণী সভার বর্ণনা দেওয়ার জন্য সাংবাদিক বৈঠকে এসেছিলেন দলের বর্ষীয়ান নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। দলীয় বৈঠকে দলের সভাপতি অমিত শাহ কী বার্তা দিলেন সেই কথাই জানাতে দিল্লির আম্বেদকর ভবনের সাংবাদিক বৈঠকে আসেন তিনি| সেখানে সাংবাদিকদের দলিত সমস্যা থেকে শুরু করে বিজেপির বিরুদ্ধে উচ্চবর্ণের ক্ষোভ সব প্রশ্নেরই স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছেন বর্ষীয়ান নেত্রী। কিন্তু রাফালে নিয়ে প্রশ্ন উঠতেই পাল্টে গেল উত্তরের ভাষা|

সাংবাদিক বৈঠকের মধ্যেই এক বর্ষীয়ান সাংবাদিক প্রশ্ন করেন, রাফালে নিয়ে আপনাদের অবস্থান কী? এ প্রশ্নের উত্তরে চুপই রইলেন নির্মলা| তাঁর কোনো কিছু বলে ওঠার আগেই পাশ থেকে অন্য এক বিজেপি নেতা মাইক কেড়ে নিয়ে বলেন “এসব প্রশ্নের উত্তর এখন নয়, আমরা পরে উত্তর দেব।” এরপরই তড়িঘড়ি শেষ করে দেওয়া হয় সাংবাদিক সম্মেলন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রশ্নটি যেহেতু প্রতিরক্ষা মন্ত্রীর উদ্দেশ্যে ছিল তাই তিনি চাইলেই উত্তর দিতে পারতেন| কিন্তু তিনি চুপ করেই রইলেন| রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাফালে নিয়ে যেভাবে একযোগে ঝাঁপাচ্ছে বিরোধীরা তাতে বেশ অস্বস্তিতে বিজেপি। তাই সোমবারের বনধের আগে তাঁরা আর কোনও মন্তব্য করতে চাইছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!