এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের বিরুদ্ধে আইন না মানার অভিযোগ, কড়া চিঠি মমতার, সংঘাত তুঙ্গে কেন্দ্র- রাজ্যের!

কেন্দ্রের বিরুদ্ধে আইন না মানার অভিযোগ, কড়া চিঠি মমতার, সংঘাত তুঙ্গে কেন্দ্র- রাজ্যের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কলাইকুন্ডাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের চাকরিতে যোগ দেওয়ার নোটিশ পাঠায় কেন্দ্রীয় সরকার। আর এই ঘটনার পরেই রীতিমত রনংদেহী হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে দুর্যোগ, এই সব কিছুর কথা মাথায় রেখে আজ 31 তারিখ মেয়াদ শেষ হয়ে যাওয়া রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে যাতে আরও কিছুদিন রেখে দেওয়া যায়, তার জন্য কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছিল।

আর তখন কেন্দ্র তাতে সায় দিলেও কেন এভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন্দ্রের কাছে সেই চিঠি প্রত্যাহারের আবেদনও জানিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও কেন্দ্রের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর এই পরিস্থিতিতে আজ চাকরি জীবনের শেষের দিন আলাপন বন্দ্যোপাধ্যায় কি করবেন, কেন্দ্রের আহবানে সাড়া দিয়ে দিল্লিতে পৌঁছে যাবেন, নাকি রাজ্যে থাকবেন, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। .

অবশেষে আজ কেন্দ্র নয়, রাজ্যের বৈঠকেই থাকতে চলেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আর এমতাবস্থায় কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যে কোনভাবেই তারা ছাড়বেন না, তা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি দিয়েছেন তিনি। যার ছত্রে ছত্রে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেছে বাংলার প্রশাসনিক প্রধানকে।

বস্তুত, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, আজ সকাল 10 টায় দিল্লিতে উপস্থিত হওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তিনি দিল্লীতে উপস্থিত হননি। আর এই পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্যের কড়া চিঠি কেন্দ্রের কাছে পৌঁছে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লংঘন করেছে বলে সেই চিঠিতে বুঝিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি যে বদলির নির্দেশ দেওয়া হয়েছে, তা আইন অনুযায়ী হয়নি বলেও অভিযোগ করতে দেখা গেছে তাকে। আর রাজ্যের মুখ্যসচিবকে নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের কেন্দ্রকে কড়া চিঠির ফলে রাজ্য বনাম কেন্দ্রের সঙ্ঘাত আরও ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

পর্যবেক্ষকরা বলছেন, এই প্রথম নয়। এর আগেও একাধিক ইস্যুতে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত সামনে এসেছে। যার মধ্যে উল্লেখযোগ্য, বারবার বিভিন্ন ইস্যুতে সংঘাত তৈরী হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, রাজ্য কেন্দ্রকে সাহায্য করছে না। এক্ষেত্রে বাংলাকে কেন্দ্রীয় সরকার সহ্য করতে পারে না বলেও অভিযোগ করতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে।

আর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সংঘাতের মাঝে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে সেই বাঙালির কথা। যেখানে কিছুদিন আগেই সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি বহু চেষ্টা করেও রাজ্যের ক্ষমতা দখল করতে পারেনি। তাই তারা এখন প্রতিহিংসাপরায়ণ আচরণ করতে বাংলার দক্ষ অফিসারদের শেষ মুহূর্তে কেন্দ্রে নিয়ে যেতে চাইছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এই পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের শেষের দিন কেন্দ্রের নির্দেশ অনুযায়ী তার দিল্লিতে যাওয়ার কথা থাকলেও, তাকে রাজ্যেই যে রেখে দেওয়া হচ্ছে, তা জানিয়ে কেন্দ্রকে কড়া চিঠি দিয়ে নিজের বিদ্রোহী মনোভাব জানান দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের বিরুদ্ধে এই জেহাদ ঘোষনা যে ভবিষ্যতে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বড় জটিলতা এবং দূরত্ব তৈরি করবে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!