লোকসভা ও বিধানসভা ভোট কি একসঙ্গে হতে চলেছে ,প্রধানমন্ত্রীর ভাষণে বাড়লো জল্পনা জাতীয় রাজ্য January 31, 2018 লোকসভা ও বিধানসভা ভোট কি একসঙ্গে হতে চলেছে ,রাষ্ট্রপতি ভাষণে এবার বাড়লো জল্পনা।প্রধান মন্ত্রী অনেকবার বলেছেন আর তাছাড়া এই বিচার অনেক গুলি বিধানসভা ভোট হচ্ছে ফলে সেই ভোটের সাথে লোকসভা ভোট ও করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। আর এর মাঝেই এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বৈঠকে প্রধানমন্ত্রী বলেন যে লোকসভা ও বিধানসভা ভোট যাতে একসঙ্গে করা যায় তার জন্য প্রত্যেক এমপিকে দ্বায়িত্ব নিয়ে নিজ এলাকার মানুষকে বোঝাতে হবে। জনমত তৈরী করতে হবে।তিনি আরো বলেন যে তাছাড়া দেশবাসীকে বোঝাতে হবে যে একাধিকবার নির্বাচন হলে তাতে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই এবার একসাথে বিধানসভা ও লোকসভা ভোট সম্পন্ন করার সময় এসেছে।আর এই নিয়েই জল্পনা শুরু যে তবে কি একসাথেই হচ্ছে দুই ভোট। আপনার মতামত জানান -