এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগ দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে সোচ্চার হলো দল

সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগ দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে সোচ্চার হলো দল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আম্ফান ঝড়ের সময় বহু দুর্নীতি, স্বজনপোষণ, অনিয়মিত ভাবে গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল আরামবাগের আরান্ডি ১ পঞ্চায়েতের প্রধান ও দাপুটে তৃণমূল নেতা সোহরাব হোসেনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, দলের পক্ষ থেকে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেসময় দল তাঁকে শুধুমাত্র শোকজ করেছিল। এবার যশ ঝড়ের পর সরকারি ত্রিপল চুরির অভিযোগ উঠে এলো প্রধানের বিরুদ্ধে। দলের একাধিক নেতাকর্মী তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের দাবি উঠতে শুরু করেছে।

এক সময় অভাব-অনটনে জর্জরিত ছিলেন সোহরাব হোসেন। দর্জির কাজ করে কোনরকমে সংসার চলত তাঁর। সাতমাসা এলাকায় ছোট একটি বাড়ি ছিল তাঁর। তৃণমূল সরকার ক্ষমতায় আসার প্রথম দিকে তাঁর স্ত্রী পঞ্চায়েত প্রধান হন, এরপর তিনি পঞ্চায়েত প্রধান হন। এই সময় থেকেই হঠাৎ তার অবস্থার বদল ঘটে। ছোট বাড়ির স্থলে গড়ে ওঠে শীততাপ নিয়ন্ত্রিত অট্টালিকা। ১২ বিঘারও বেশি জমি রয়েছে এখন তাঁর। তিনটি মিনি ডিপ টিউবল রয়েছে, একটি গাড়ি রয়েছে,একটি ট্রাক্টর রয়েছে, প্রচুর মোটরবাইক রয়েছে। এমনকি বাজারে দোকান ঘর পর্যন্ত করেছেন তিনি। স্ত্রীর জন্য নতুন করে আবার তিনি বাড়ি তৈরি করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করা, তোলাবাজি, হুমকি, বন্দুক দেখিয়ে ভয় দেখানো, জমি দখল সহ বহু অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে, সোহরাব হোসেন জানিয়েছেন, বাম আমল থেকেই তাঁর নামে চল্লিশটিরও বেশি মামলা রয়েছে। তবে, তিন, চারটি মামলা ছাড়া আর বাকিগুলোর নিষ্পত্তি হয়ে গেছে। তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগের কেউ কোনো প্রমাণ দিতে পারে নি। জনৈক এক্সটেনশন অফিসার জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে তদন্তে গিয়ে হুমকির মুখে পড়ে পালিয়ে আসতে হয়েছিল। গাছে বেঁধে রাখার হুমকি দেয়া হয়েছিল তাঁকে। তাই সরকারি প্রকল্পে দুর্নীতি সহ বহু অভিযোগ থাকলেও, তাঁর বিরুদ্ধে এখনও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে, এবার সোহরাব হোসেনের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে গিয়েছেন বেশকিছু তৃণমূল নেতা-কর্মী। ত্রিপল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কিছু মানুষ। আজ এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এ প্রসঙ্গে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত ঘোষ, শেখ আশরাফুল জানিয়েছেন, গত বছর লোকদেখানো শোকজ করা হয়েছিল সোহরাব হোসেনকে। এবার গ্রামবাসীদের ক্ষোভ-বিক্ষোভের কথা চিন্তা করে তাঁকে পদ থেকে অপসারিত করার দাবি জানাচ্ছেন তাঁরা।

এদিকে দলও তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানিয়েছে। গতকাল তৃণমূলের ব্লক সভাপতি পলাশ রায় জেলা নেতৃত্তের কাছে এ বিষয়টি জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষ পরিচ্ছন্নতার আশাতেই আবার তৃণমূলকে ক্ষমতায় এসেছেন। এ বিষয়ে চিন্তা করেই সোহরাব হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে জেলা নেতৃত্বের কাছে। তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব এ প্রসঙ্গে জানালেন, বিষয়টি তাঁরা রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। রাজ্য নেতৃত্বর নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!