ফের রাজ্যের এই লোকসভা কেন্দ্রের তিনটি বুথে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত কমিশনের উত্তরবঙ্গ জাতীয় রাজ্য April 28, 2019 গত আঠেরো এপ্রিল দ্বিতীয় দফায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট সম্পন্ন হয়েছে। কিন্তু ভোট মেটার পর থেকেই বিরোধীরা ক্রমাগত শাসকদলের বিরুদ্ধে ভোটগ্রহণ পর্ব চলাকালীন অশান্তি এবং ছাপ্পা ভোটের অভিযোগ এনেছে। আর তাই বিরোধীদের দাবি ছিল যে মোট তিনটি বুথে এই ছাপ্পা হয় আর তাই এই তিনটি বুথে পুনঃনির্বাচন করতে হবে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর এবার বিরোধীদের সেই দাবিকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশণ জানিয়েছে যে ফের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ওই তিনটি বুথে ফের নির্বাচন হবে। জানা যাচ্ছে যে, গত আঠেরো এপ্রিল দ্বিতীয় দফায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট হয়। আর ওই কেন্দ্রের ইসলামপুর ও গোয়ালপোখর এলাকায় বেশ কয়েকটি বুথে শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা দেবার অভিযোগ তোলে বিরোধীরা। আর তাই এদিন কমিশন জানান যে, চতুর্থ দফার ভোটে অর্থাৎ ২৯ সে এপ্রিল সোমবার রায়গঞ্জের ইসলামপুর ও গোয়ালপোখর এলাকায় ফের ভোট হবে। এর ফলে ফের নতুন নেমেছে সব দলের নেতা কর্মী ও প্রার্থীরা। আর বিরোধীদের ফের দাবি যে ভোট গ্রহণ হতে চলেছে তা যেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হয়।এখন দেখার এবারের ভোট ঠিকঠাক মেটে কিনা?। আপনার মতামত জানান -