এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আক্রান্ত হয়ে তৃণমূল সাংসদ দায়ী করলেন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে, জল্পনা তুঙ্গে

করোনা আক্রান্ত হয়ে তৃণমূল সাংসদ দায়ী করলেন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ সময় ধরে চলা রাজ্যের আটদফা বিধানসভা নির্বাচনের আজকেই শেষ দফা। ভোটের সময় যত এগিয়েছে, দেখা গিয়েছে করোনার বাড়বাড়ন্ত ততটাই বেড়েছে। রাজ্যজুড়ে 8 দফা নির্বাচনের ক্ষেত্রে যেভাবে প্রচারে লোক ভিড় করেছে, তাতে পরিস্থিতি যে মারাত্মক হবে সে কথা আগেই বলে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষের সাথে দেখা যাচ্ছে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বরাও করোনা আক্রান্ত হয়েছেন, যা খুব স্বাভাবিক বলে ধরে নেওয়া হচ্ছে। এবার করোনা আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন। বুধবার প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে।

একই সাথে তাঁর শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনতে তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডঃ শান্তনু সেনের বাবাও করোনা আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি। রাজ্যের মারাত্মক করোনা পরিস্থিতির জন্য এদিন রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন স্পষ্টভাষায় কেন্দ্রের মোদি সরকার এবং নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন। তিনি টুইট করে জানিয়েছেন, রাজ্যে 8 দফা নির্বাচনের ভুল সিদ্ধান্তের জন্যই আজকে রাজ্যের এই পরিস্থিতি। সূত্রের খবর, বেশ কয়েকদিন যাবৎ করোনার উপসর্গ দেখা দিয়েছিল ডঃ শান্তনু সেনের। পরীক্ষা করার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। একইসাথে তাঁর বাবার রিপোর্টও পজিটিভ আসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বুধবার বাড়াবাড়ি রকমের অসুস্থ হয়ে পড়েন ডঃ শান্তনু সেন। তাঁকে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসা হয় এবং অ্যাপোলোতে ভর্তি করা হয়। এরপর কিছুটা সুস্থ হতেই ডঃ শান্তনু সেন মোদি সরকার এবং নির্বাচন কমিশনকে পাশাপাশি রেখে রাজ্যের এই অবস্থার জন্য দায়ী করে কড়া ভাষায় টুইট করেন। তিনি জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গতবছর করোনা যুদ্ধে সামিল হয়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থা কখনই খারাপ হয়নি। পাশাপাশি ডঃ শান্তনু সেন জানান, তিনি জবাব দেবেন ইভিএমে। করোনা বিধি মেনে কাশিপুর বেলগাছিয়ার ভোটার হিসেবে তিনি বিকেল সাড়ে পাঁচটার পরে ভোট দিতে যাবেন।

তবে করোনা আক্রান্ত হওয়ার পর রাজ্যসভার সাংসদ যেভাবে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র জল্পনা। করোনা পরিস্থিতি এত ভয়ানক হয়ে ওঠার পেছনে নির্বাচন কমিশনকেই অন্যতম ভিলেনরূপে দায়ী করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ো। 8 দফা নির্বাচন নিয়ে প্রথম থেকেই তৃণমূল নেত্রী সরব। কিন্তু তৃণমূলের আপত্তি উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনার তাঁদের সিদ্ধান্ত জারি রেখেছেন। এবং সেই নির্বাচন করতে গিয়ে ঢালাওভাবে জনসমাগম হয়েছে বিভিন্ন পলিটিকাল পার্টির সমাবেশে। ফলস্বরূপ করোনা তার মারাত্মক রূপ দেখাচ্ছে রাজ্যজুড়ে। আপাতত ভোটের শেষে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে তাই নিয়ে চলছে আলোচনা সর্বস্তরে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!