এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘নবান্নের পুরো বিল্ডিংটা কাঁপছে’ – নবান্নের কতটা ক্ষতি করলো আমফান জানালেন মমতা বান্দ্যোপাধ্যায়

‘নবান্নের পুরো বিল্ডিংটা কাঁপছে’ – নবান্নের কতটা ক্ষতি করলো আমফান জানালেন মমতা বান্দ্যোপাধ্যায়


অতীতের অনেক ঝড়ঝঞ্ঝা সামলাতে হয়েছে তাকে। কখনও এমন অসহায়তার মুখে পড়তে দেখা যায়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু একটা আমফান ঝড় রীতিমতো চিন্তা বাড়িয়ে দিল বাংলার প্রশাসনিক প্রধানের। অনেক আগে থেকেই এই দুর্যোগকে আটকাতে পদক্ষেপ নিয়েছে প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও প্রকৃতির রুদ্রমূর্তি আটকানো গেল না। কিভাবে তার দাপট চালাবে আমফান, তা নিয়ে প্রথম থেকেই নবান্নের কন্ট্রোল রুমে বসে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়‌।

অবশেষে বুধবার বিকেল থেকে আমফান কলকাতা, দুই 24 পরগনায় ব্যাপক দাপট চালানোর পর রীতিমতো হতাশ হয়ে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এমনকী নবান্ন, হাওড়ার যে বাড়ি থেকে রাজ্য প্রশাসন চালান মুখ্যমন্ত্রী, সেটিও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পুরো ঝড়টাই বাংলার উপর দিয়ে গিয়েছে। এর ফলে আমার প্রচুর ক্ষতি হয়ে গেল। একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষকে আমরা মোকাবিলা করছি। আমাদের এখানে দিঘাতে যতটা হিট করবে ভেবেছিলাম ততটা হয়নি। আগে থেকে ব্যবস্থা নেওয়ায় অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেছে। তবে আমার দুই 24 পরগনা ধ্বংস হয়ে গিয়েছে। আমি নবান্নে নিজের ঘরে ঢুকতে পারছি না। পুরো বিল্ডিং কাঁপছে। নবান্নের ক্ষতি হয়ে গিয়েছে, আর্ধেক বিল্ডিং প্রায় ভেঙে গেছে এরকম অবস্থা’। সর্বনাশ হয়ে গিয়েছে। আমার খুব খারাপ লাগছে। যা দেখলাম তাতে করোনার থেকেও বড় বিপর্যয় পেয়ে গেল।” মুখ্যমন্ত্রী আরো বলেন যে ‘নবান্নের কন্ডিশন ইজ নট ওকে’।

তিনি জানান ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝতে ৩-৪ দিন লাগবে আর পুরো পরিস্থিতিকে সামাল দিতে ১০-১২ দিন লেগে যেতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!