এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্ষতির পরিমান নিয়ে আজ টাস্ক ফোর্সের বৈঠকে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী, জমা পড়বে রিপোর্টও

ক্ষতির পরিমান নিয়ে আজ টাস্ক ফোর্সের বৈঠকে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী, জমা পড়বে রিপোর্টও


সুপার সাইক্লোন আমফানের প্রকোপে লন্ডভন্ড হয়ে গেছে বাংলা। তনছন হয়ে গেল কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ-সহ আরও জেলা।

বুধবার রাত্রে পরিস্থিতি কিছুটা শান্ত হলে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এর প্রভাব পড়েছে অকল্পনীয়, বাংলা শেষ হয়ে গেছে। কয়েক হাজার করি টাকার ক্ষতি হয়ে গেছে। অন্তত ১০-১২ জনের মৃত্যু হয়েছে। কিন্তু ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমফানে? তা তখন ঠিকভাবে জানা যায়নি। তার জন্য তৈরী করা হবে টাস্ক ফোর্স। আজ জানা গেলো, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ? জেলাগুলির বর্তমানে পরিস্থিতিই বা কী? সেই সমস্ত জানতে আজ বিকেলে টাস্ক ফোর্সের বৈঠকে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা-সহ গোটা রাজ্যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেবেন মুখ্যসচিব। এই কারণে ঝড় শুরু হওয়া থেকেই খোঁজখবর চলছিল যোগাযোগ রাখা হয়েছিল ও হচ্ছে জেলাগুলির সঙ্গেও। তবে বহুক্ষেত্রেই যোগাযোগ ছিন্ন হয়ে গেছে কেননা গাছ পরে গেছে, কিন্তু জল জমে যাওয়ায় বিদ্যুত্‍ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে,শুধু তাই নয় এর ফলে মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছে না নেটওয়ার্কের প্রব্লেম চলছে। ফলে খুব সহজে যে কাজ করা যেত তা করতেই অনেক সময় লাগছে।

কিন্তু তবুও যোগাযোগ করার চেষ্টা চলছে আসা করা হচ্ছে এই নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে।তবে সেই পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে অন্তত ২-৩ দিন সময় লাগবে। তবে আজ একটি প্রাথমিক ধারণা পাওয়ার চেষ্টা করা হবে। সেই সঙ্গে পরবর্তী দিনে কীভাবে কাজ হবে, পরিস্থিতি কীভাবে স্বাভাবিক করা সম্ভব, ইত্যাদি আলোচনা হবে বৈঠকে। কোন কোন জেলায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার প্রয়োজন, যাঁদের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত, তাঁদের কোথায় রাখা যাবে, ইত্যাদি সমস্ত কিছু নিয়েই হবে আলোচনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!