এখন পড়ছেন
হোম > জাতীয় > অসমের নাগরিকপঞ্জী বিতর্ক নিয়ে আজ বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী

অসমের নাগরিকপঞ্জী বিতর্ক নিয়ে আজ বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী


অসমের জাতীয় নাগরিক পঞ্জী থেকে  ৪০ লক্ষ বাঙালির নাম বাদ পড়ায় রীতিমতো ক্ষুব্ধ বঙ্গের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এদিকে তিন দিনের সফরে দিল্লি পাড়ি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।আর তাই এই ইস্যুতে অবিলম্বে বিহিত চাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে এই সমস্যার সমাধানকল্পে দেখা করার পরিকল্পনা আছে তাঁর। এই অবিচার তিনি কিছুতেই মেনে নেবেন না বলে জানিয়েছেন নেত্রী। প্রয়োজনে ভারতবাসীদের সার্থে সংশ্লিষ্ট আইব সংশোধন করতে হবে কেন্দ্রীয় সরকারকে,এমনটাই দাবী তাঁর।

দিল্লি বিমানবন্দরে পৌছেই সাংবাদিকদের প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিলেন নেত্রী এদিন। জানালেন,দিল্লিতে বেশ অনেকগুলো কর্মসূচি রয়েছে তাঁর। রাজনাথজির সঙ্গে আগামীকাল দেখা করবেন বলেও জানান তিনি। এছাড়া মিডিয়ার সামনেই প্রশ্ন তুলে জানান,ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করছে যাঁরা,যাঁদের কাছে যথারীতি আধার কার্ড,ভোটার কার্ড সবই আছে,তাঁদেরকে ডি-ভোটারের তালিকাভুক্ত করার যুক্তি কোথায়? অসমের বিজেপি সরকারের এই আচরণকে ‘অমানবিক’ বলে ব্যাখ্যা করে জানালেন,’কাউকে এভাবে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়াটা সমর্থনযোগ্য নয়।’

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা যাচ্ছে,এদিন দুপুরে কনস্টিটিউশন ক্লাবে ক্যাথলিক বিশপ’স কনফারেন্স অব ইন্ডিয়ায় আয়োজিত কনক্লেভে প্রধান বক্তা তিনি। অসমের সাম্প্রতিক  ইস্যুকে হাতিয়ার করেই বক্তব্য রাখবেন ‘প্রতিবেশীকে ভালোবাসো’ বিষয়ের উপরে। তাছাড়া আকবর রোডে প্রাক্তন বিজেপি নেতা ও বর্ষীয়ান আইনজীবী রাম জেঠমালানির বাড়িতেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সেখানে উপস্থিত থাকার কথা আরো দুজন বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা এবং যশোবন্ত সিংহের। ১৯ জানিয়ারির বিগ্রেডের সভায় শত্রুঘ্ন এবং যশোবন্তজিকে আমন্ত্রণ জানাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্র থেকে। এরপর বুধবার তিনি যাবেন  সংসদে,সেখান থেকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর। সোনিয়াজিকেও ১৯ শে জানুয়ারীর সভায় আমন্ত্রণ জানাবেন তিনি। এরপর দলীয় কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসার কথা শিবসেনা,সপা,বসপা,আরজেডি সহ অন্যান্য রাজনৈতিক দলের বরিষ্ঠ নেতারা। তাঁদেরকেও ১৯-এর বিগ্রেড সভায় বাংলার মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমন্ত্রণ জানানোর খবর পাওয়া গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!