এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > সদলবলে তারাপীঠে পুজো সিআরপিএফ কর্তার, বিতর্কের মুখে কেন্দ্রীয় বাহিনী, কড়া পদক্ষেপ কমিশনের!

সদলবলে তারাপীঠে পুজো সিআরপিএফ কর্তার, বিতর্কের মুখে কেন্দ্রীয় বাহিনী, কড়া পদক্ষেপ কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কথায় আছে, “রথ দেখা আর কলা বেচা” একসাথে করতে পারলে সকলেই সৌভাগ্যবান মনে করেন নিজেদের। বর্তমানে বাংলায় অষ্টম তথা শেষ দফার নির্বাচন চলছে। বিভিন্ন সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর এবার বাংলার নির্বাচনে নিরাপত্তা দিতে এসে রথ দেখা এবং কলা বেচা দুই একসাথে করার ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়লেন সিআরপিএফের আইজি।

জানা গেছে, বীরভূমে ভোটের দায়িত্বে থাকার সময় কর্তব্য পালনের ফাঁকে তারাপীঠের সদলবলে গিয়ে পুজো দিতে দেখা গেল সিআরপিএফ আইজিকে। যে ঘটনায় এখন ব্যাপক বিতর্ক হয়েছে। পরিস্থিতি সামলাতে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এমনিতেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। আর তার মাঝেই সিআরপিএফ কর্তার সদলবলে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার ঘটনা এখন রীতিমত বিতর্ক তৈরি করেছে রাজ্যজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, অষ্টম দফায় আজ বীরভূমের 11 টি আসনে ভোটগ্রহণপর্ব চলছে। কিন্তু স্পর্শ কাতর এই জেলায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফের আইজি এস কে মোহান্তির বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির করার অভিযোগ উঠল। যেখানে উর্দি পরিহিত অবস্থায় তারাপীঠ মন্দিরে পুজো দিতে দেখা গেল তাকে। তবে শুধু সিআরপিএফের এই আইজি নয়, তার সঙ্গে বাহিনীর অন্যান্যরাও ছিলেন বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই কর্তব্যরত অবস্থায় তিনি কর্তব্যে গাফিলতি করে কেন পুজো দিচ্ছেন, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হতে শুরু করেছে প্রশ্ন।

ইতিমধ্যেই এই গোটা ঘটনা সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিতর্কের মুখে পড়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোটের দিন কিভাবে তারা তারাপীঠ মন্দিরে সময় কাটাতে পারেন, তা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে সিআরপিএফের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, নানা সময় এই কেন্দ্রীয় বাহিনীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

আর এবার ভোটের দিন কর্তব্যপালনের বদলে যেভাবে তারা তারাপীঠ মন্দিরে পুজো দিচ্ছেন বলে দেখা গেল, তাতে আরও সমালোচনার মুখে পড়ে গেল কেন্দ্রীয় বাহিনী। তবে বিতর্ক থামাতে এবার এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, দায়িত্ব পালনের বদলে সিআরপিএফের আইজির এইভাবে সদলবলে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়া প্রসঙ্গে কি বলেন কর্তব্যরত অফিসার, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!