এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা নিয়ে বুথে বুথে ঘুরছেন বিজেপি কর্মী, বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থীর

করোনা নিয়ে বুথে বুথে ঘুরছেন বিজেপি কর্মী, বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে অষ্টম দফা বিধানসভা নির্বাচনের ময়দানে সকাল থেকেই তৃণমূল এবং বিজেপি নেতাদের দ্বন্দ প্রকাশ্যে আসে। কোথাও বিজেপি প্রার্থীকে ঘিরে ধরা হচ্ছে, কোথাও তৃণমূল নেতার ওপর ক্ষোভ উগড়ে দেওয়া হচ্ছে। তবে এবার বিজেপির প্রার্থীর দিকে গুরুতর অভিযোগ নিয়ে আসল তৃণমূল নেতা। জানা গিয়েছে শ্যামপুকুরের বিজেপি প্রার্থী সন্দীপন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি করোনা শরীরে নিয়ে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন।

এই অভিযোগ সামনে আসতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শ্যামপুকুরের বিজেপি প্রার্থী সন্দীপন বিশ্বাস সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন ভোটপর্ব দেখাশোনা করতে। কিন্তু সকাল এগারোটা নাগাদ শ্যামপুকুরের একটি বুথের কাছে যেতেই স্থানীয় এক তৃণমূল নেতা অভিযোগ করেন, সন্দীপন বিশ্বাস করোনা ছড়িয়ে বেড়াচ্ছেন। যদিও সন্দীপন বিশ্বাস পাল্টা দাবি করেছেন, তিনি করোনা নেগেটিভ। সূত্রের খবর, বিজেপি প্রার্থী সন্দীপন বিশ্বাস বুথের কাছাকাছি যেতেই উত্তেজনা তৈরী হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি প্রার্থীকে দেখেই এলাকার তৃণমূল নেতা চিৎকার করে সবাইকে বলতে থাকেন, বিজেপি প্রার্থী সন্দীপন বিশ্বাস করোনা ছড়িয়ে বেড়াচ্ছেন। মুহুর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। অন্যদিকে বিজেপি প্রার্থী সন্দীপন বিশ্বাসের সঙ্গে ওই তৃণমূল নেতার মুখোমুখি তর্ক বিতর্ক শুরু হয়। একদিকে যখন বিজেপি প্রার্থী দাবি করছেন তিনি করোনা নেগেটিভ, ঠিক তেমনি অন্যদিকে তৃণমূল নেতা দাবি করেছেন, করোনার রিপোর্ট নেগেটিভ আসলেও 14 দিন আইসোলেশনে থাকার কথা।

বিজেপি প্রার্থী সে নিয়ম না মেনে আক্ষরিক অর্থে জনসাধারণের ক্ষতি করে বেড়াচ্ছেন। পাশাপাশি তৃণমূল নেতা আরও দাবি করেন, বিজেপি প্রার্থী সন্দীপন বিশ্বাসের জামানত জব্দ হবে শ্যামপুকুর এলাকায়। খুব স্বাভাবিকভাবেই করোনা আতঙ্ক এখন ছেয়ে আছে মানুষের মনে। তার মধ্যে বিজেপি প্রার্থী করোনা ছড়িয়ে বেড়াচ্ছেন এরকম অভিযোগ সামনে আসায় ভোটদাতাদের মধ্যে আতঙ্ক চরমে উঠেছে। ভোটের বাজারে এই ধরণের অভিযোগ যে গেরুয়া শিবিরকে চাপে ফেলবে তা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!