এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘বেঙ্গালুরু হল সন্ত্রাসবাদের এপিসেন্টার।’ অমিত শাহকে এনআইএ-এর দফতর খোলার অনুরোধ তেজস্বীর!

‘বেঙ্গালুরু হল সন্ত্রাসবাদের এপিসেন্টার।’ অমিত শাহকে এনআইএ-এর দফতর খোলার অনুরোধ তেজস্বীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারত সরকারের কাছে বরাবরই চিন্তার অন্যতম বিষয় হলো সন্ত্রাসবাদ। দেশজুড়ে বিভিন্ন সময় সন্ত্রাসবাদী হামলার জন্য সব সময় তৈরি থাকে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি। সম্প্রতি এরকমই বেশকিছু জঙ্গি সংগঠনের যোগ পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে। আর তারপরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। সেই দিকে ইশারা করেই এবার একটি বড়সড় অভিযোগ নিয়ে এলেন সদ্য যুব মোর্চার সভাপতির পদে আসীন তেজস্বী সূর্য।

ইতিমধ্যেই তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। শনিবার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তেজস্বী সূর্য এবং তার 24 ঘন্টার মধ্যেই তিনি একটি সাক্ষাৎকারে দাবি জানালেন, বর্তমানে বেঙ্গালুরু হচ্ছে সন্ত্রাসবাদের এপিসেন্টার। আর এই মন্তব্য নিয়েই শুরু হয়ে গেছে দেশ জুড়ে চাঞ্চল্য। সম্প্রতি এই যুব নেতা জানিয়েছেন, ‘কয়েক বছর আগেও বেঙ্গালুরু ছিল ভারতের সিলিকন ভ্যালি। আর এখন বেঙ্গালুরু হল সন্ত্রাসবাদের এপিসেন্টার।’

কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে কর্নাটকের বিজেপি নেতার ডি কে শিবকুমার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তাঁর মতে, বেঙ্গালুরুর মানুষকে অপমান করেছেন তেজস্বী। তাঁর মন্তব্যের ভিত্তিতে বেঙ্গালুরুতে যেকোন সময় হানাহানি শুরু হয়ে যেতে পারে। শিবকুমার দাবি করেছেন, তেজস্বী সূর্যকে অবিলম্বে বহিষ্কার করার জন্য। অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, কর্নাটকে বর্তমানে বিজেপি সরকার। তেজস্বী সূর্য কিন্তু পরোক্ষে ওই বিজেপি সরকারের দিকেই অভিযোগের আঙুল তুললেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সন্ত্রাসবাদের এপিসেন্টার যদি বেঙ্গালুরু হয়, তাহলে তার দায় পুরোপুরি গিয়ে পড়ে ইয়েদুরাপ্পা সরকারের ওপর। অন্যদিকে তেজস্বী সূর্য স্পষ্টভাষায় জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বেঙ্গালুরুতে এনআইএ দপ্তর খোলার জন্য দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, তেজস্বী সূর্য বেঙ্গালুরুর দক্ষিণ কেন্দ্রের সাংসদ। স্নত্রাসবাদ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বেঙ্গালুরুতে বর্তমানে সন্ত্রাসবাদি কার্যকলাপ অত্যধিক বেড়ে গেছে এবং তার প্রমান সাম্প্রতিক সময়ে একাধিক গ্রেপ্তার এবং তদন্তকারী এজেন্সিগুলির জোর তৎপরতা।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে কেন্দ্রীয় সরকার কৃষি বিল সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে কিছুটা চাপের মুখে দেশে। এই সময় বেঙ্গালুরুকে সন্ত্রাসবাদের আখড়া বলায় খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের দিকেই এই অভিযোগ বুমেরাং হয়ে ফিরে এসেছে। কারণ বেঙ্গালুরুতে বর্তমানে বিজেপি সরকার। বিজেপি যুবনেতা তেজস্বী সূর্য যে মন্তব্য করেছেন তা নিয়ে অবশ্য এখনো পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় শিবির থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিজেপি যুব নেতার মন্তব্য জাতীয় এবং কর্ণাটকী রাজনীতিতে যে তুমুল বিতর্ক সৃষ্টি করেছে সেকথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!