এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পুলিশ দিয়ে আমাকে আটকানো যাবে না: মুকুল রায়

পুলিশ দিয়ে আমাকে আটকানো যাবে না: মুকুল রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই মুখ খুললেন মুকুল রায়। এদিন তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগের কারণের পাশাপাশি ভবিষ্যতে তাঁকে কিভাবে আটকানো হতে পারে সেইসব নিয়েই মুখর হন। তিনি স্পষ্ট ভাষায় বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ আনেন। কলকাতার এক ওয়েব পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, রাজ্যে পুলিশি রাজ চলছে এবং পুলিশকে ব্যবহার করে তাঁকে আটকানোর চেষ্টা হবে বলেও তিনি আশঙ্কা করেন।তবে ওই ‘চেনা ফর্মুলায়’ যে তাঁকে আটকানো যাবে না তাও স্পষ্ট করে দেন।
ওই সাক্ষাৎকারে তিনি জানান, জানি, রাজ্যে পুলিশ-রাজ চলছে, রাজ্য সরকারের বিরোধিতা করলেই পিছনে পুলিশ, সিআইডি লাগানো হচ্ছে। ফোন ট্যাপ করা হচ্ছে, তৃণমূলের অনেক নেতা-মন্ত্রীর ফোনও ট্যাপ হচ্ছে, বাদ যাচ্ছে না আমলাদের ফোনও। সিদ্ধার্থশঙ্কর রায় এমন করেছিলেন, সামলাতে পারেননি। মানুষ জবাব দিতে তৈরি আছে। আমাকেও পুলিশ দিয়ে হেনস্থা করা হতে পারে, আমি তৈরি, দেখা যাক, তৃণমূল সরকার এই ঝুঁকি নেয় কি না। তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়েও খোলাখুলি কথা বলেন ওই সাক্ষাৎকারে। তিনি জানান, বাংলার মানুষের দম বন্ধ হয়ে আছে, হাঁফিয়ে উঠেছে। আমি দ্রুত জেলা সফর শুরু করছি, প্রথমেই জঙ্গলমহল, ওখানে অনেক অন্যায় হয়েছে। তৃণমূলে থাকাকালীন সেই সব অবিচার নিয়ে আলোচনা চেয়েছিলাম, কর্ণপাত করা হয়নি, ২০১১ সালের পরিবর্তণের আন্দোলনে যারা শরিক ছিলেন, যারা সাহায্য করেছিলেন, তারা অনেকেই ভালো নেই, অনেকে জেলে আছেন টানা ৬-৭ বছর, অনেকের রহস্যমৃত্যু হয়েছে, এসবই তুলে ধরা হবে। রাজ্যের সব জেলাতেই যাবো, জেলায় জেলায় অসংখ্য তৃণমূল কর্মী যোগাযোগ রাখছেন, তারা এখনই প্রকাশ্যে আসবেন না। কিন্তু তাদের অস্তিত্ব টের পাওয়া যাবে ভোট-বাক্সে, অপেক্ষা করুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!