এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়ের দল ছাড়া নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম

মুকুল রায়ের দল ছাড়া নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম

মুকুল রায় বিজেপিতে যোগদান করার পর মুখে কুলুপ এঁটেছিলেন প্রায় সমস্ত শীর্ষস্থানীয় তৃণমূল নেতৃত্ত্ব। মুকুল রায় দল ছাড়ার পর ওই নিয়ে একটি শব্দও ব্যয় করেননি শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।আর প্রথমদিন থেকেই তিনি দ্বর্থহীন ভাষায় আক্রমনে যান, গদ্দার, বুড়ো ভাম, কাঁচরাপাড়ার কাঁচা ছেলে প্রভৃতি বিশেষনে তিনি বিভূষিত করতে থাকেন মুকুল রায়কে। কিন্তু মুকুল রায় বিজেপিতে যোগদান করার পরই তিনি তাঁকে ‘আমার বন্ধু’ বলে অবাক করে দেন রাজনৈতিক মহলকে।
আজ এই ব্যাপারে প্রথম মুখ খুললেন ফিরহাদ হাকিম। তবে তিনিও প্রত্যাশিত ভাবেই শালীন আক্রমনের পথই বেছে নিয়েছেন, তিনি মুকুল রায়ের দলত্যাগকে সেভাবে কোনো গুরুত্ত্বই দিতে চান নি। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, স্বপ্ন দেখা ভাল। তবে দুঃস্বপ্ন দেখা ভাল নয়। আসলে পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ কিছুই নয়, আমি ফিরহাদ হাকিম বা অন্য কেউ কিছুই নয়। পক্ষান্তরে দলনেত্রীর ছত্রছায়া ছেড়ে বেরিয়ে মুকুলবাবু যে কিছুই করতে পারবেন না সেইদিকেই ইঙ্গিত করেন রাজ্যের মন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!