এখন পড়ছেন
হোম > জাতীয় > দুর্নীতি প্রশ্নে বিজেপির বিরুদ্ধে নতুন অস্ত্র বিরোধীদের হাতে

দুর্নীতি প্রশ্নে বিজেপির বিরুদ্ধে নতুন অস্ত্র বিরোধীদের হাতে

কিছুদিন আগেই অমিত শাহের ছেলের কোম্পানির যায় নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল দেশজুড়ে, সেই বিতর্কের রেশ মিটতে না মিটতেই মোদী সরকারের চার মন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু, বিমান প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা এবং বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর), বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছেলে শৌর্য ডোভালের বিরুদ্ধে আর্থিক বেনিয়ম ও স্বার্থের সংঘাতের বড় অস্ত্র চলে এল বিরোধীদের হাতে, যা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি।
একটি সর্বভারতীয় ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, শৌর্য দিল্লিতে ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’ নামের একটি এনজিও চালান, যার ডিরেক্টর উপরে উল্লিখিত মোদী মন্ত্রিসভার চার মন্ত্রী। আর ওই এনজিওতে আমেরিকা, ইজরায়েলের এমন সব সংস্থা টাকা ঢালে, যাদের লেনদেন এ দেশের প্রতিরক্ষা, বিমান, বাণিজ্য বা বিদেশ মন্ত্রকের সঙ্গে সরাসরি রয়েছে। এছাড়াও জেমিনি নামের যে আর্থিক পরিষেবা সংস্থা শৌর্য চালান, সেটিও ভারতে বিদেশি লগ্নিতে সাহায্য করে। বছরে কমবেশি ১০০ কোটি ডলার ব্যবসা করা ওই সংস্থায় শৌর্যর শরিক এক সৌদি রাজকুমার, এই সৌদি-যোগ নিয়েও প্রশ্ন উঠেছে। অমিত শাহের ছেলের বিরুদ্ধে অভিযোগের পরে কেন্দ্রীয় মন্ত্রীরা তাঁর হয়ে মাঠে নামলেও এক্ষেত্রে অবশ্য বিজেপি পুরো বিষয়টি নিয়ে মুখ বন্ধ রাখারই কৌশল নিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!