এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকারের সঙ্গে বৈঠক বিফলে? কলকাতায় মেট্রো পরিষেবা চালুর সিদ্ধান্ত আপাতত বিশ বাঁও জলে?

রাজ্য সরকারের সঙ্গে বৈঠক বিফলে? কলকাতায় মেট্রো পরিষেবা চালুর সিদ্ধান্ত আপাতত বিশ বাঁও জলে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কিছুদিন আগেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল যে রাজ্যের আনলক ৪ প্রক্রিয়ায় মেট্রো চালু করতে হবে। তবে এর আগেই রাজ্যের তরফ থেকে মেট্রো আধিকারিকদের এই বিষয়ে জানানো হয়েছিল। ফলে এর আগেই মেট্রো চললে তা কিভাবে চলবে বা কিভাবে নেওয়া হবে করোনা সতর্কতা, সব ঠিকঠাক করা হয়েছিল। সেই কত কেন্দ্রের তরফ থেকে বার্তা আসার পর শোনা গেছিল ৮ তারিখ থেকেই নাকি মেট্রো পরিষেবা চালু করা হবে।

সেই মত স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠভাবে মেট্রো পরিষেবা দিতে রাজ্যের সাহায্যের আবেদন করেছিলেন মেট্রো কর্তারা। রাজ্যও তাদেরকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত বলে জানায়। এরপরই মেট্রো কর্তারা জানান যে তাঁরা রাজ্যের সঙ্গে আলোচনার পরই সব কথা জানাবেন জিএমকে। এরপর তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে আজকের বৈঠকের পর জিএমের সিদ্ধান্ত অনুযায়ী আরও একপ্রস্ত বৈঠক হতে পারে বলেই মনে করা হচ্ছে। তার আগে রাজ্যবাসীর মেট্রো ভাগ্য সম্পর্কে কোনো ভবিষ্যতবাণী করা যাবে না বলেই জানা গেছে।

তবে কথা ছিল, আজ রাজ্য সরকার ও কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের বৈঠকের পরই মেট্রো চলাচলের দিনক্ষণ, সূচি সমস্তটাই ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে সেটা ৮ তারিখ থেকেই হবে কিনা তা বলে দেওয়া হবে। তাই বৈঠকেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু আজ সকালে রাজ্যের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরও মেট্রো কর্তারা ঠিক করতে পারলেন না। কারণ কলকাতায় মেট্রো চলাচল শুরু নিয়ে মেট্রোরেলের জেনারেল ম্যানেজারের কথাই হবে শেষ কথা। তবে তাঁর সঙ্গে আরও একপ্রস্ত আলোচনার পরই স্থির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে মেট্রো পরিবহণের চূড়ান্ত গাইডলাইন ঠিক করতে কিছুদিন আগে নবান্নের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কলকাতা মেট্রোর আধিকারিকরা। তাতে জানা যায় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা। সেই সঙ্গে একেকটি গাড়িতে গড়ে ৪৫০ জন যাত্রী সফর করলে, তবেই সামাজিক দূরত্ববিধি বজায় রাখা সম্ভব হবে।

এছাড়া যারা ট্রেনে বসবেন, তাঁদের একটি করে সিট ফাঁকা রেখে বসতে হবে। যারা দাঁড়াবেন তাঁদেরও এক মিটার দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। এই সব ব্যবস্থার সঙ্গে প্ল্যাটফর্মে, টিকিট কাউন্টারেও করোনা সতর্কতা কেমন হবে সেইসব নিয়ে আলোচনা হয়েছিল। তবে ঠিক কোন দিন থেকে কলকাতায় মেট্রো চলাচল ফের শুরু হবে, সেই দিন কিন্তু স্থির হল না আজকের বৈঠকেও। তাই আপাতত এখন জিএমের দিকের তাকিয়ে আছেন রাজ্যবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!