অবশেষে জেরার মুখে পড়লেন মুকুল রায়, কি হল তারপর! জানুন বিস্তারিত কলকাতা রাজ্য August 3, 2019 সম্প্রতি ব্যাঙ্কশাল আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তারপরে কলকাতা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টে এই ব্যাপারে মুকুল রায় এবং তার আইনজীবীরা দ্বারস্থ হলে বড় মাপের স্বস্তি পান বঙ্গ বিজেপির এই হেভিওয়েট নেতা। যেখানে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, আগামী দশ দিন মুকুল রায়কে কোনভাবেই গ্রেপ্তার করা যাবে না। তবে আদালতের পক্ষ থেকে কলকাতা পুলিশের তরফে সেই বিজেপি নেতাকে জেরার ব্যাপারে কোনো বিধি নিষেধ দেওয়া হয়নি। আর এবার এই সুযোগেই প্রতারণা মামলায় বৃহস্পতিবার বিজেপি নেতা মুকুল রায়ের দিল্লির বাড়িতে এল কলকাতা পুলিশ। সূত্রের খবর, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ মুকুল রায়ের দিল্লির বাড়িতে আসেন কলকাতা পুলিশের একজন সহকারী কমিশনার, একজন এসআই এবং একজন এএসআই। কিন্তু বিজেপি নেতা মুকুল রায়কে ঠিক কি কি প্রশ্ন করলেন কলকাতা পুলিশের আধিকারিকরা! আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিশ্বস্ত সূত্রের খবর, প্রতারণা কাণ্ডের মূল অভিযুক্তর সঙ্গে মুকুল রায়ের পরিচয় রয়েছে কি না, যদি থাকে তাহলে মুকুল রায়ের সঙ্গে তার ঠিক কোথায় আলাপ এবং তিনি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন কি না! এই সমস্ত কিছুই তদন্তকারীরা মুকুল রায়ের কাছ থেকে জানতে চান। এদিকে জেরাপর্ব শেষে তাকে কী জিজ্ঞাসা করা হল! এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, “কলকাতা পুলিশের অফিসারেরা দেড় ঘণ্টা ছিলেন। আমি কোথায় থাকি, আমার অন্য কোনো বাড়ি রয়েছে কিনা, এই ধাঁচের মামুলি প্রশ্ন করেন।” বস্তুত, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মুকুল রায় দাবি করছিলেন যে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল। আর সেইমত প্রতারণা মামলায় মুকুল রায়ের জড়িত থাকার অভিযোগ তুলে তার বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে দিল্লি হাইকোর্টের নির্দেশে এখনও পর্যন্ত রক্ষাকবচ থাকায় তাকে গ্রেফতার করতে পারবে না কলকাতা পুলিশ। তবে তাকে যেহেতু জেরার সুযোগ রয়েছে, তাই এদিন তার দিল্লির বাড়িতে এসে তাকে টানা দেড় ঘন্টা ধরে জেরা করল তদন্তকারীরা। তবে বিজেপি নেতা মুকুল রায়ের রক্ষাকবচ শেষ হওয়ার পর ঠিক কি হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -