এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের বড়সড় সাফল্য পেল রাজ্য, রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

ফের বড়সড় সাফল্য পেল রাজ্য, রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী


ক্ষমতায় আসার পরই বিভিন্ন প্রকল্পে সারা দেশের মধ্যে তারা সেরার সেরা খেতাব অর্জন করেছে বলে দাবি করতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কন্যাশ্রী থেকে 100 দিনের কাজ – বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের ভূয়সী প্রশংসা কুড়োতেও দেখা গেছে রাজ্যকে। আর এবার নির্মল বাংলা প্রকল্পে ব্যাপক সাফল্য পেল রাজ্য।

সূত্রের খবর, রাজ্যের প্রায় প্রতিটি বাড়িতেই এই নির্মল বাংলা প্রকল্পের শৌচাগার তৈরি হয়েছে। আর এই প্রকল্পে ব্যাপক সাফল্য আসায় এখন রাজ্যবাসীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, বর্তমানে যত দিন যাচ্ছে, ততই পৃথিবীতে ইট কাঠ কংক্রিটের সংখ্যা বাড়তে শুরু করেছে। সবুজ দিনকে দিন হারিয়ে যাওয়ায় বাস্তুতন্ত্রের ভারসাম্যতা ক্রমেই নষ্ট হচ্ছে। আর এই পরিস্থিতিতে এই সবুজ গড়ে তোলার জন্য ইতিমধ্যেই নানা কর্মসূচি নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল সংরক্ষন এবং সবুজ বাচাও নিয়ে শহরের রাস্তায় সম্প্রতি হাটতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। যা নিয়ে পরিবেশ প্রেমীদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

আর এবার পরিবেশকে আরও সচেতন করার জন্য ক্ষমতায় আসার পরপরই নির্মল বাংলা প্রকল্প গ্রহণ করে ঘরে ঘরে শৌচাগার তৈরি করে দেওয়ার উদ্যোগ নেয় রাজ্য সরকার। যা কেন্দ্রের কাছে প্রশংসিতও হয়। আর সেই নির্মল বাংলা প্রকল্পে প্রায় রাজ্যের প্রতিটি বাড়িতে শৌচাগার তৈরি হওয়ায় এদিন রাজ্যবাসীকে এই প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি লেখেন, “বাংলায় শৌচালয় নেই এমন বাড়ির সংখ্যা শূন্য। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে আমাদের প্রকল্পের প্রশংসা করা হয়েছে। নির্মল বাংলা প্রকল্পের আওতায় 1 কোটি 30 লক্ষ গৃহস্থকে আনা হয়েছে। নির্মল বাংলার সাফল্যের পর এবার কঠিন বর্জ্য সংরক্ষণের চেষ্টা করব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!