এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > এবার বড়সড় গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে, মুকুল গড়ে নেতাদের বিবাদ ঘুম করছে গেরুয়া শিবিরের !

এবার বড়সড় গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে, মুকুল গড়ে নেতাদের বিবাদ ঘুম করছে গেরুয়া শিবিরের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মসনদ দখল করতে ইতিমধ্যেই তৎপর বাংলার রাজনৈতিক দলগুলি। এবং তার মধ্যে বিজেপির তৎপরতা চোখে পড়ার মতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু বিজেপির শক্তি বাড়লেও সমস্যা হচ্ছে অন্য জায়গায়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে আসছে এবার গেরুয়া শিবির থেকে, যা নিয়ে রীতিমতো চিন্তিত দলের শীর্ষ নেতৃত্ব বলে জানা যাচ্ছে।

সম্প্রতি উত্তর 24 পরগনার বসিরহাটে সাংগঠনিক জেলা সভাপতি তারক ঘোষের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা করেন যুব মোর্চা সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে যুব মোর্চার নেতা কর্মীরা রীতিমতো হেনস্থা, ভাঙচুর, মারধর এবং বিজেপি অফিসে তালা ঝুলিয়ে দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল রাজ্যজুড়ে। কিন্তু সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই নতুন করে আবারও উত্তর 24 পরগনা জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো।

সদ্যই গেরুয়া শিবিরের পক্ষ থেকে বিজেপির নতুন কমিটি তৈরি হয়েছিল ব্যারাকপুরে। এবং একুশের বিধানসভার নির্বাচনী যুদ্ধে লড়াইয়ে নামার জন্য প্রস্তুতি শুরু হয়েছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। কিন্তু তার আগেই ব্যারাকপুর জেলা কমিটির বিরুদ্ধে এবার কাঁচরাপাড়া স্টেশন চত্বরে পোস্টার পড়েছে বলে জানা যাচ্ছে। সোমবার সকালে দেখা গেছে কাঁচড়াপাড়ার স্টেশন চত্বরে বিভিন্ন দেওয়ালে ব্যারাকপুর জেলা কমিটির বিভিন্ন নেতার নামে অভিযোগ তোলা হয়েছে, এবং সেই অভিযোগ অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কোন বিজেপি নেতার নামে বলা হয়েছে, তিনি একাধিক পরিবারের কর্তা, কোন বিজেপি নেতার সম্পর্কে বলা হয়েছে চিটফান্ড কাণ্ডে জেল খাটা আসামি। আবার কাউকে বলা হয়েছে বালি মাফিয়া এবং কাউকে বলা হয়েছে এলাকার নামী গুন্ডা, এমনকি মার্ডার কেসের আসামি বলেও অভিহিত করা হয়েছে বিজেপি নেতাদের। তবে এই পোস্টার কান্ডের পেছনে কে আছে, তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তৃণমূল শিবিরের দিকেই ইঙ্গিত করেছে গেরুয়া শিবির।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনরকম যোগাযোগ নেই। পাল্টা তৃণমূল অভিযোগ করেছে, গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মত, কাঁচরাপাড়া এলাকা বিজেপি নেতা মুকুল রায়ের। তাই সেখানে বিরোধীদলের কারওর এত বড় কান্ড ঘটানোর সাহস হবেনা। তবে গেরুয়া শিবিরের অন্দরের খবর, দলের অন্যদের মধ্যে কে বা কারা এত বড় ঘটনা ঘটল, তা নিয়ে রীতিমতো চিন্তিত নেতৃত্ব।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব বিগত কয়েক দিন ধরে যেভাবে প্রকাশ্যে উঠে আসছে, তাতে বিজেপির সাংগঠনিক জোর কথাটি বর্তমানে উপহাসে পরিণত হয়েছে। তাঁদের দলে যে সামঞ্জস্যের অভাব ঘটছে, সেকথা গেরুয়া শিবিরের অনেকেই স্বীকার করে নিচ্ছেন বলে জানা গেছে। এই পরিস্থিতি শীঘ্রই সামাল দিতে না পারলে, একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু ক্রমশ পিছিয়ে পড়বে গেরুয়া শিবির বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!