এখন পড়ছেন
হোম > অন্যান্য > যে সব জটিল অঙ্কের সমীকরণে এখনও ঝুলে KKR-এর প্লে-অফের ভাগ্য, কি হলে কি হবে দেখে নিন একনজরে!

যে সব জটিল অঙ্কের সমীকরণে এখনও ঝুলে KKR-এর প্লে-অফের ভাগ্য, কি হলে কি হবে দেখে নিন একনজরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আইপিএলে ১৪ টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রূপ লীগের পর্ব চার নম্বরে থেকে শেষ করল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপরেও প্লে-অফে খেলা না খেলা নির্ভর করছে মূলত শেষ দুটি ম্যাচের ভাগ্যের উপর। বস্তুত কালকে রাজস্থান রয়েলসকে হারানোর পরে কেকেআরের প্লে অফে যাওয়ার সম্ভাবনা দেখা গেছে। তবে সেখানে প্লে-অফে কেকেআরকে ছাড়াও লড়াইয়ে রয়েছে ব্যাঙ্গালোর, দিল্লি এবং হায়দ্রাবাদের মত দল।

তাই হিসেব মত কেকেআরের প্লে অফে টিকে থাকতে গেলে আজকের আরসিবি এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে যেকোনো একটি দলকে বড় ব্যবধানে হারতে হবে। না হলে কেকেআরের প্লে অফে যাওয়ার সম্ভাবনা আরও কঠিন হয়ে যাবে। বস্তুত, হায়দ্রাবাদ জিতলেও যদি দিল্লি ১৮ বা তার বেশি রানে হারে তাহলেও কেকেআর প্লে অফে খেলবে। আবার ব্যাঙ্গালোর যদি ২২ বা তার বেশি রানে হারে তাহলেও কেকেআর প্লে অফে পৌঁছাবে বলেই দেখা গেছে।

শুধু তাই নয়, যদি পরে ব্যাট করা দল যেতে তাহলে দিল্লির ২.২ ওভার বা ব্যাঙ্গালোর ১.৪ ওভার বাকি থাকতে জিতলে তবেই কেকেআরের সুবিধা। ফলত কেকেআরকে প্লে অফে টিকে থাকতে গেলে আজ দিল্লি বনাম আরসিবি ম্যাচের ফলাফল বড় ব্যবধান হোক বলেই চাইছেন কলকাতার ফলোয়াররা। অন্যদিকে যদি পরপর কয়েকটা বিষয় লক্ষ্য রাখা হয়, তাহলে কেকেআরের প্লে অফের বিষয়টা বোঝানো সম্ভব হবে।

প্রথমত বলতে হয় সানরাইজ হায়দ্রাবাদ হেরে গেলে কেকেআর প্লে অফে যাবে, সেটা স্পষ্ট। সেক্ষেত্রে দিল্লি-ব্যাঙ্গালোর ম্যাচের ফল আর কোনোভাবেই আর বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ যদি শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে দেয় তাহলেই কিন্তু প্লে-অফের লড়াই টানটান হয়ে যাবে। চলে আসবে রানরেটের গল্প এবং সেখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ব্যাঙ্গালোর-দিল্লি ম্যাচের ফল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা এক্ষেত্রে প্লে-অফের তিনটি স্থান নিয়ে চারটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন ক্রিকেট অনুরাগীরা। আর এক্ষেত্রে যেহেতু এই চার দলের মধ্যে কেকেআরের রান রেট আপাতত সবথেকে খারাপ, তাই কেকেআরের যে এক্ষেত্রে প্লে অফ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাই বেশি সেকথা আলাদা করে বলে দিতে হয় না।

তাই কেকেআরকে প্লে অফে জায়গা করে দিতে ব্যাঙ্গালোর বা দিল্লির মধ্যে যে কোন একটি দলকে বড় ব্যবধানে হারতে হবে। কারন এই তিন দলের মধ্য থেকে হায়দ্রাবাদের রান রেট সবথেকে বেশি। এবং যদি তারা আরো একটি ম্যাচ জিতে যায়, তাহলে এদের রান রেট যে আরো বেড়ে যাবে, সেটা বলাই বাহুল্য।

দিল্লি হারলে বা ব্যাঙ্গালোর ১.৪ ওভার বাকি থাকতেই জিতে গেলে দিল্লির রান রেট কেকেআরের নিচে চলে যাবে। অন্যদিকে আরসিবি ২২ রানের বেশি রানে হারলে বা দিল্লি ২.২ ওভার বাকি থাকতেই জিতে গেলে ব্যাঙ্গালোরের রানরেট কেকেআরের নিচে চলে যাবে। আর এইসব দেখতে গেলে দুই ক্ষেত্রেই কেকেআর প্লে অফের তিন নম্বর দল হিসেবে পৌঁছে যাবে।

সেক্ষেত্রে হায়দ্রাবাদ যদি শেষ ম্যাচে জিতেও যায়, তবে তা হলেও দিল্লি এবং আরসিবিকে ম্যাচের পরাজিত দলকে পিছনে ফেলে প্লে-অফে জায়গা করে নিতে পারবে কেকেআর। বস্তুত, গতকাল নিজেদের শেষ ম্যাচ খেলে রাজস্থানের বিরুদ্ধে জয় নিয়ে আপাতত থেমে গেছে কেকেআরের ভাগ্য। তাই প্লে অফে পৌঁছতে গেলে আজকের ম্যাচ কেকেআরের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে আদৌ কোন সমীকরণে প্লে অফে যায় কেকেআর, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!