এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ত্রিশূল বিদ্ধ করে তৃণমূলকে রাজ্যছাড়া করার পরিকল্পনা বিজেপির? বিজয়ার পর কোন পরিকল্পনা সামনে?

ত্রিশূল বিদ্ধ করে তৃণমূলকে রাজ্যছাড়া করার পরিকল্পনা বিজেপির? বিজয়ার পর কোন পরিকল্পনা সামনে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচন আসতে আর বিশেষ দেরি নেই। আর তার আগেই এবার রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। প্রথম থেকেই রাজ্য বিজেপি তৃণমূলের বিরুদ্ধে প্রশাসনিক দুর্বলতাসহ অন্যান্য বিভিন্ন অভিযোগ জানিয়ে আসছে। আর এবার বিজয়া সম্মিলনীকে কাজে লাগিয়ে তৃণমূলকে রাজ্য ছাড়ার বার্তা দিল বিজেপি। আর সেক্ষেত্রে মা দুর্গার মতন ত্রিশূল হাতে অশুভ শক্তির বিনাশ এর দিকেই ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির এইসব পদক্ষেপ নিয়েই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে জোর সমালোচনা।

সম্প্রতি বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের হাতে ত্রিশূল তুলে দেওয়া হয়। আর সেই ত্রিশূল হাতে রাজু বন্দ্যোপাধ্যায় এদিন ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিনাশের। এদিন রাজু বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দলের নেতারা রাজ্যকে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। যেভাবে সমাজবিরোধীদের হাতে রাজ্যের শাসক দল অস্ত্র তুলে দিচ্ছে, তা প্রতিহত করতে ত্রিশূল এর প্রয়োজন। রাজ্যের অশুভ শক্তির বিনাশ ত্রিশূলের দ্বারাই হবে বলে দাবী করেন রাজু। আর এ প্রসঙ্গে তিনি রাজ্যের বিজেপি নেতা কর্মীদের একযোগে তৈরি হওয়ার ডাক দিলেন এদিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজু বন্দ্যোপাধ্যায়ের এই কথা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। রাজু তাঁর বিবৃতিতে রাজ্যে অশান্তি ছড়াতে চাইছেন বলে অভিমত রাজনৈতিক মহলের একাংশের। সম্প্রতি রাজু বন্দ্যোপাধ্যায় বরানগরে প্রগতি সংঘের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্ত্বের সামনেই এ ধরনের উস্কানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ। অন্যদিকে বিজেপির সংবর্ধনায় ত্রিশূল দেওয়াকে নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। তাঁর মতে, বিজেপি বরাবরই অস্ত্র নিয়ে এধরনের বর্বরোচিত আচরণ করে। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে তিনি দাবি করেন। তাই তৃণমূলকে সরানো বিজেপির পক্ষে সম্ভব হবেনা বলে মত তাঁর।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে শাসক বনাম বিরোধী দলের লড়াই তীব্র হচ্ছে। তবে একথা স্পষ্ট, একুশের বিধানসভা নির্বাচন কিন্তু কোনো একটি দলের পক্ষে সহজ নয়। আর তাই রাজ্যের প্রতিটি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে বিধানসভার মসনদ দখলের। অন্যদিকে ত্রিশূল বিদ্ধ করে তৃণমূলকে রাজ্য ছাড়া করার যে পরিকল্পনা প্রকাশ করল বিজেপি এদিন তা নিয়ে তীব্র সমালোচনা চলছে রাজ্য রাজনীতিতে। তবে গেরুয়া শিবিরের ঝুলিতে কি পরিকল্পনা রয়েছে তৃণমূলকে রাজ্যের মসনদ থেকে সরানোর জন্য, সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!