এখন পড়ছেন
হোম > জাতীয় > নেতাজীর আত্মত্যাগ,বীরত্বকে সম্মান, শ্রদ্ধা জানাতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের

নেতাজীর আত্মত্যাগ,বীরত্বকে সম্মান, শ্রদ্ধা জানাতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – নেতাজীর অবদান, তাঁর বীরত্ব, তাঁর আত্মত্যাগকে বিশেষ সম্মান জানাতে এবার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। নেতাজীর প্রতি শ্রদ্ধা জানাতে এবার থেকে প্রতিবছর তেইশে জানুয়ারি থেকেই প্রজাতন্ত্র দিবসের উদযাপন অনুষ্ঠান শুরু করা হবে। সাধারণত, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু করা হয় ২৪ সে জানুয়ারী থেকে। কিন্তু নেতাজীকে সম্মান জানাতে নেতাজীর জন্ম জয়ন্তীতেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবে। নেতাজীর সঙ্গে প্রজাতন্ত্র দিবসকে একীভূত করে দিতে এবার থেকে ২৩ সে জানুয়ারি থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উদযাপন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ। ইতিপূর্বে নেতাজীর জন্ম জয়ন্তীর দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। যদিও তৃণমূল সহ একাধিক বিরোধীদল কেন্দ্রের এই ঘোষণার বিরোধিতা করেছিল। গত বছর নেতাজীর জন্ম জয়ন্তীর দিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!