এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাট বিধানসভা নির্বাচন: ইন্ডিয়া টুডে ও এক্সিসের এক্সিট পোল

গুজরাট বিধানসভা নির্বাচন: ইন্ডিয়া টুডে ও এক্সিসের এক্সিট পোল


আজকেই শেষ হল গুজরাটের দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। আর ভোটগ্রহণের সময়সীমা শেষ হতেই একে একে সামনে আসতে শুরু করেছে বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষা। নিজেদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করল ইন্ডিয়া টুডে ও এক্সিস। আর ইন্ডিয়া টুডে ও এক্সিসের করা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে কংগ্রেস ভালো লড়াই করলেও গুজরাটে আবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপিই, যদিও বিজেপি নিজেদের করা ১৫০ টি আসনের দাবি থেকে অনেক পিছনেই শেষ করতে চলেছে। ওই সমীক্ষা অনুযায়ী,

বিজেপির দখলে থাকতে চলেছে অন্তত ৯৯-১১৩ টি আসন
অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৬৮-৮২ টি আসন
আর অন্যান্যরা পেতে পারে ১-৪ টি আসন

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!