এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নবান্নে মমতা-ত্বহা সিদ্দিকী একান্ত বৈঠক, বিধানসভার আগে নতুন সমীকরণ নিয়ে জল্পনা চরমে

নবান্নে মমতা-ত্বহা সিদ্দিকী একান্ত বৈঠক, বিধানসভার আগে নতুন সমীকরণ নিয়ে জল্পনা চরমে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  শাসক দল তৃণমূলের একটি বিশেষ সম্পদ হলো সংখ্যালঘু ভোট। এদিকে রাজ্যের বেশকিছু বিধানসভা কেন্দ্রের নির্ণায়ক হল সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোটকে নিজেদের হাতে ধরে রাখতে মরিয়া তৃণমূল। তৃণমূলের কাছে সংখ্যালঘু ভোট যে কতটা গুরুত্বপূর্ণ, তা গত লোকসভা নির্বাচনেই প্রমাণিত। নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজমুখেই সে কথা স্বীকার করে নিয়েছিলেন। এই পরিস্থিতিতে গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকি।

গতকাল মঙ্গলবার বিকেলে নবান্নে এসেছিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল আধ ঘণ্টা বৈঠক চলেছিল তাঁর। ফুরফুরা শরীফের উন্নয়নের উদ্দেশ্য নিয়ে ত্বহা সিদ্দিকি একটি স্মারকলিপি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। গতকালের বৈঠকে রাজনীতির বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছে প্রশাসন। আবার, এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ত্বহা সিদ্দিকি। তবে, বিধানসভা ভোটের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎকার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের ধারণা।

আবার, গতকাল মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি দিয়েছেন ত্বহা সিদ্দিকি। এই স্মারকলিপিতে বিভিন্ন দাবি-দাওয়া জানিয়েছেন তিনি। সম্প্রতি রাজ্য সরকার ফুরফুরাতে একটি হাসপাতাল নির্মাণ করেছে। এই হাসপাতাল দ্রুত চালু করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে ত্বহা সিদ্দিকি। এর সঙ্গেই তিনি পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, হাইড্রেন নির্মাণ সহ একাধিক পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা করেন। গতকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত, ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য সচেষ্ট ছিলেন মুকুল রায়। সেসময় তিনি তৃণমূলে ছিলেন। এখন তিনি বিজেপি নেতা। এখনো তিনি তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। সম্প্রতি ত্বহা সিদ্দিকির সঙ্গে বৈঠক হলো কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। এদিকে তৃণমূল দলের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে ত্বহা সিদ্দিকির ভাইপো আব্বাস সিদ্দিকিকে নিয়ে। জায়গায় জায়গায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ত্বহা সিদ্দিকির ভাইপো আব্বাস সিদ্দিকি তৃণমূলের ঘোর বিরোধী হয়ে উঠছেন। তৃণমূলের বিরুদ্ধে স্থানে সভা করছেন। একাধিক সভায় তিনি জানিয়েছেন যে, রাজ্যের শাসক দল তৃণমূল সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করেছে। তাদের কোন উন্নয়ন করেনি। শাসকদলের বিরুদ্ধে এই অভিযোগ করে সংখ্যালঘুদের জন্য একটি নিজস্ব দল গঠিত হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। যে দল সংখ্যালঘুদের হয়ে রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করবে।

আবার, আব্বাস সিদ্দিকি জানিয়েছেন যে, তিনি নিজেই একটি দল খুলতে চলেছেন। যারা সংখ্যালঘু অধ্যুষিত ৪২ টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছেন যে, তৃণমূল যদি আব্বাস সিদ্দিকির নতুন দলের সঙ্গে জোট করতে পারে তবে পোয়াবারো তৃণমূল দলের। কিন্তু যদি না হয় তাহলে সমস্যা বাড়বে তৃণমূলের। সংখ্যালঘু ভোট বিভাজিত করে তা বিজেপিকে সুবিধা করে দেবে।

এদিকে সংখ্যালঘু ভোট যে তৃণমূলের জন্য যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ তা প্রমাণ হয়ে গেছে গত লোকসভা নির্বাচনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের পর নিজেই তা স্বীকার করেছিলেন। আব্বাস সিদ্দিকি নতুন দল গঠন করে সংখ্যালঘু ভোটে যদি বিভাজন ঘটান, তাহলে কপাল পুড়বে তৃণমূলের, লাভবান হবে বিজেপি। এই আবহে পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক বিশ্লেষকদের দাবি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!