এখন পড়ছেন
হোম > রাজ্য > মধ্যবিত্তের নাগালের মধ্যে পাঁচতারা পরিষেবা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্য উদ্যোগ

মধ্যবিত্তের নাগালের মধ্যে পাঁচতারা পরিষেবা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্য উদ্যোগ


অবশেষে রাজ্যের মধ্যবিত্তদের জন্য বড়সড় উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছর পড়তে আর কিছুদিন সময়ের অপেক্ষা, আর তারপরই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক অগ্রণী পদক্ষেপ নিচ্ছে সরকার। সূত্রের খবর, নতুন বছরের গোড়াতেই রাজ্যের এক নম্বর মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল পিজির ঐতিহ্যবাহী উডবার্ন ওয়ার্ডের আরও 24 টি কেবিন চালু করা হচ্ছে। কি থাকছে না সেই কেবিনে?

দামি টাইলস, মডিউলার বেড, এলইডি টিভি, হালফ্যাশনের সোফা সহ মার্বেলে মোড়া উডর্বানের লম্বা বারান্দা, বাইরে ব্রিটিশ আমলের ইজি চেয়ারের আরামকেদারা সহ একগুচ্ছ বিলাসবহুল দ্রব্য। কিন্তু ঝাঁ-চকচকে এই কেবিনের খরচ কি মধ্যবিত্তের আওতায় থাকবে? জানা গেছে, 24 টির মধ্যে 16 টি কেবিনে থাকতে খরচ হবে প্রত্যহ দু হাজার টাকা।

যা অন্যান্য উডর্বান কেবিনগুলির থেকে অনেকটাই সস্তার। তবে বাকি আটটি সিঙ্গেল কেবিনের প্রত্যহ বেডভাড়ার জন্য দিতে হবে চার হাজার টাকা। ইতিমধ্যেই এখানকার 16 টি কেবিন খুললেও কিছু কাজ এখনও বাকি রয়েছে। আর সেই কাজ সম্পন্ন হতে নতুন বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগবে বলে ধারণা অনেকেরই। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের সর্বশ্রেষ্ঠ নামি এই পিজি হাসপাতালের ভিভিআইপি ওয়ার্ড নিয়ে দীর্ঘদিন ধরেই কিছু অভিযোগ আসছিল।

সিটি স্ক্যান, এমআরআই এর অভাব, রোগীর আত্মীয় পরিজনদের বসার জায়গা না থাকা, আশঙ্কাজনক অবস্থায় কোনো রোগীকে আইটিইউ ও আইসিসিইউতে নিয়ে যেতে বিলম্ব হওয়া সহ একাধিক অভিযোগে পিজি কর্তাদের সব সময় বিড়ম্বনায় পড়তে হতো। আর তাই অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে নতুন ধাঁচে সাজানো হচ্ছে সেই পিজিকে। জানা গেছে, খুব শীঘ্রই এখানকার রোগীদের জন্য আধুনিক এমআরআই চালুর পাশাপাশি দুটি অপারেশন থিয়েটারের জন্য একাধিক যন্ত্রপাতি আনা হয়েছে। পাশাপাশি রোগীদের বসার জন্য জায়গা তৈরি, মেডিকেল বোর্ডের বৈঠকের জন্য মিটিং রুম এবং আপৎকালীন অবস্থায় ওসুধের যোগান যাতে ঠিকঠাক থাকে এই কারণে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের এক কর্মীকে উডবার্নের জন্য সব সময়, রাখা হচ্ছে।

জানা গেছে ইতিমধ্যেই 188 জন রোগী ভর্তি হয়েছে উডবার্নের এই খুলে দেওয়া অংশে। এদিকে এই বিলাসবহুল উডবার্ন ওয়ার্ড থেকে সরকারের আয় হচ্ছে মাসে মাসে প্রায় 8 লক্ষ টাকা। হাসপাতাল সূত্রের খবর, ফেব্রুয়ারিতে অন্য একটি ব্লক উদ্বোধন হতে চলেছে। আর তার পরই সেখানে 14 টি সিঙ্গল কথা 4 হাজার টাকার বড় কেবিন, আড়াই হাজার টাকার বেড ভাড়ার 10 টি হাফ কেবিন এবং 2000 টাকার 16 টি ডবল শেয়ারিং বেড খুলে দেওয়া হবে। কিন্তু এই উডবার্ন পর্বে কতটা সহযোগিতা পাবে সাধারণ মানুষ?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এ প্রসঙ্গে রক্ষণাবেক্ষণকারী সংস্থার এক কর্তা বলেন, “সরকার এখানকার বেড ভাড়া 2 থেকে আড়াই হাজার টাকার মধ্যে রাখলেই ভালো হয়।” সব মিলিয়ে মধ্যবিত্তকে খুশি রাখতে রাজ্যের এক নম্বর মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে রোগীদের পাঁচতারা পরিষেবা দিতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!