এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাঙালির অন্যতম বড় ‘সেন্টিমেন্টকে’ আজ অন্যতম বড় উপহার মুখ্যমন্ত্রীর

বাঙালির অন্যতম বড় ‘সেন্টিমেন্টকে’ আজ অন্যতম বড় উপহার মুখ্যমন্ত্রীর

বাংলায় মাতৃসাধনার অন্যতম ক্ষেত্র হিসেবে পরিচিত দক্ষিণেশ্বর মন্দির। রানী রাসমণি দেবীর প্রতিষ্ঠিত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের এই কালীক্ষেত্র এখন বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে। তবে সেই দক্ষিণেশ্বর মন্দিরকে নতুন ভাবে সাজিয়ে তুলতে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকারও। ইতিমধ্যেই বাংলার আপামর জনসাধারণ যখন শ্যামা আরাধনায় প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক প্রকল্পেরও শেষ মুহূর্তের কাজ চলছে।

যা সকলের কাছেই বড় মাপের উপহার স্বরূপ। জানা গেছে, এই স্কাইওয়াক প্রকল্পটি 380 মিটার লম্বা এবং 10 মিটার চওড়া। গোটা স্কাইওয়াক জুড়ে শুনতে পাওয়া যাবে শ্যামা সঙ্গীতের সুর। মন্দিরের দিকে দুটি, স্টেশনের সামনে একটি, বালি রোডের দিকে একটি-এই মোট চারটি লিফটের ব্যবস্থা রয়েছে এই স্কাইওয়াক প্রকল্পে‌। পাশাপাশি 14 টি এস্কেলেটরেও ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে বালি রোড, স্টেশন চত্বর এবং মন্দির চত্বরের সামনে রাখা হয়েছে সিঁড়ির ব্যবস্থাও। সূত্রের খবর, আজ এই স্কাইওয়াক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে সেই এলাকা পরিদর্শনে গিয়ে দেখা গেল যে, এ যেন এক অন্য দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছে আমরা। উদ্বোধনের আগে এদিন চলছিল শেষ মুহূর্তের কাজ। প্রকল্প এলাকার চারিদিক বন্ধ থাকার কারণে এদিন দর্শনার্থীরা আগের মতই ঘুরে মায়ের মন্দিরে যাচ্ছিলেন।

এদিকে উদ্বোধনের আগে গোটা এলাকাকে সিসিটিভির আওতায় আনার পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রানী রাসমণি রোড দিয়ে এখন থেকে শুধুমাত্র চার চাকার গাড়ি চলাচল করবে।

এদিকে এই স্কাইওয়াক প্রকল্পের জেরে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে অধিকাংশ ব্যবসায়ীর দোকান ঘর পাওয়া নিয়ে প্রথমে বিভ্রান্তি দেখা দিলেও এদিন দেখা যায় যে তাদের অনেকেই নিজ নিজ দোকান ঘরের নম্বর পেয়ে গিয়েছেন। লটারির মাধ্যমে এই স্কাইওয়াক প্রকল্পে 127 জন ব্যবসায়ীকে দোকানের নম্বর দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে বলে এদিন জানান কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা।

অন্যদিকে প্রকল্পের কাজ শেষ হওয়ার সাথে সাথে দোকানঘর পাওয়ায় খুশি ব্যবসায়ীরাও। এখন সকলেই অপেক্ষা করছেন এই স্কাইওয়াক প্রকল্পের উদ্বোধনের জন্য। এদিন এই প্রসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরী বলেন, “স্কাইওয়াক প্রকল্প একটি নতুন উদ্যোগ। এই মন্দিরে বহু দেশ বিদেশের ভক্ত আসেন তাদের কাছে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আজই এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি এই প্রকল্প রক্ষণাবেক্ষণের জন্য সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই বাংলার সর্বশ্রেষ্ঠ কালীক্ষেত্রের স্কাইওয়াক প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!