এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট মিটে সরকার গঠন হয়ে গেলেও বিরাম নেই রাজনৈতিক সংঘর্ষের, সৌজন্যে তৃণমূল ও বিজেপি

ভোট মিটে সরকার গঠন হয়ে গেলেও বিরাম নেই রাজনৈতিক সংঘর্ষের, সৌজন্যে তৃণমূল ও বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে মূলত প্রধান লড়াই হয়েছে এবার তৃণমূল এবং বিজেপির মধ্যে। লড়াই শেষে দেখা গিয়েছে বিপুল জনাদেশ নিয়ে তৃণমূল ক্ষমতায় ফিরেছে। কিন্তু ক্ষমতায় ফেরার পর লাগাতার রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা চলছে বলে দাবি গেরুয়া শিবিরের এবং গেরুয়া শিবিরের সেই দাবি আবারও প্রাধান্য পেল বেশ কয়েকটি ঘটনার সূত্র ধরে। সম্প্রতি পূর্ব বর্ধমানে দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর প্রশাসনিক সহায়তার বাড়িতে ফিরে আবারও তৃণমূলের হাতে আক্রান্ত হতে হলো বিজেপি কর্মীকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান বৈকন্ঠপুর দু’নম্বর পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়।

জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দীর্ঘদিন গ্রামছাড়া ছিলেন শ্রীরামপুর গ্রাম বিজেপির বুথ সভাপতি সাগর পন্ডিত। তবে কিছুদিন আগে প্রশাসনের সহায়তায় সাগর পন্ডিত বাড়িতে ফিরতে পেরেছিলেন। পেশায় বেসরকারি সংস্থার কর্মী মঙ্গলবার 27 আগস্ট সাগর পন্ডিত মঙ্গলবার সকালে যখন কাজে যাচ্ছিলেন, সে সময় তাঁর পথ আটকায় স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগ উঠেছে, সেই সময় ওই তৃণমূল নেতা বিমান ঘোষ সাগর পন্ডিতের ওপর ব্যাপকভাবে হামলা চালায়। এমনকি সাগর পন্ডিতের হেলমেট কেড়ে নিয়ে তাঁর মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে। সাগর পন্ডিত আঘাত সহ্য করতে না পেরে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান।

এরপর স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে বিজেপির পার্টি অফিসে নিয়ে আসেন এবং পার্টি অফিসের ছেলেরাই তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই বর্ধমান থানায় বিমান ঘোষের বিরুদ্ধে বিজেপির বুথ সভাপতি সাগর পন্ডিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে বিজেপির বর্ধমান সদর জেলা সম্পাদক শ্যামল রায় জানিয়েছেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজেপির বহু কর্মী ঘরছাড়া ছিলো। সম্প্রতি প্রশাসনের সহায়তায় তাঁরা ঘরে ফেরেন। কিন্তু ঘরে ফিরে আসার পর যদি নতুন করে আবারও আক্রান্ত হতে হয় তাহলে এবার জোরদার প্রতিবাদ করা হবে। অন্যদিকে বৈকন্ঠপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য হেমন্ত খাঁ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বরং তিনি দাবি করেছেন গ্রামে শান্তি বিরাজ করছে, কোথাও কোনো অশান্তি নেই। একইসাথে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মী বিমান ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে বর্ধমান আঞ্জিরবাগান এলাকাতেও আরেকটি রাজনৈতিক হিংসার ঘটনার কথা সামনে এসেছে। জানা গিয়েছে, ঐ এলাকার এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করেছে স্থানীয় বেশ কয়েক জন দুষ্কৃতী যারা তৃণমূল আশ্রিত বলে পরিচিত। আক্রান্ত দোকানের কর্মচারী জানিয়েছেন, বুধবার সকালে বেশ কয়েকজন ব্যক্তি যারা পরিচিত শাসক দলের সদস্য বলে দোকানে এসে চড়াও হয় এবং ভাঙচুর চালায়।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন- ভোটের পর যেসব বিজেপি কর্মীরা বাড়িছাড়া হয়েছিলেন, তৃণমূল বরং তাঁদের বাড়িতে ফিরিয়ে এনেছে। সুতরাং হিংসা ছড়ানোর কোন প্রশ্নই উঠছে না। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যে যদি ক্রমাগত রাজনৈতিক হিংসায় তৃণমূলের নাম জড়াতে থাকে তাহলে কার্যত চাপের মুখে পড়বে প্রশাসন। সে ক্ষেত্রে তৃণমূল শিবিরের অবিলম্বে সমস্ত ব্যাপারটি খোঁজখবর নেওয়া উচিত এবং এই হিংসার ঘটনা বন্ধ করা উচিত। অন্যদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই ঘটনা দুটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!