এখন পড়ছেন
হোম > রাজ্য > হেভিওয়েট মন্ত্রীর খাসতালুক তীব্র সংঘর্ষ বিজেপি-তৃণমূলে, বোমাবাজি- ভাঙচুরে চূড়ান্ত উত্তেজনা

হেভিওয়েট মন্ত্রীর খাসতালুক তীব্র সংঘর্ষ বিজেপি-তৃণমূলে, বোমাবাজি- ভাঙচুরে চূড়ান্ত উত্তেজনা

অভিযোগ-পাল্টা অভিযোগ সংঘর্ষ-পাল্টা সংঘর্ষ এখন এই নিয়েই তুমুল উত্তেজনা খোদ রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের বিধানসভা এলাকা। কিন্তু ঠিক কাদের মধ্যে এই সংঘর্ষ আর কেনই বা এহেন উত্তেজনার সৃষ্টি হল মন্ত্রীর গড়ে?

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই খড়গপুর ২ ব্লকের কয়তা সংসদের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মলয় জানার বিরুদ্ধে অভিযোগ যে, তিনি বিরোধী দল বিজেপি সমর্থকদের কোন কাগজে সই করেন না। আর যার জেরে স্বাস্থ্য যোজনার সবরকম সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার অনেক মানুষই। গত রবিবার এই অভিযোগে সেই মলয় জানার বাড়ি ঘেরাও করে বিজেপির কিছু মহিলা সদস্যা।

আর এখানেই শাসকদলের অভিযোগ যে, শুধু ঘেরাও নয়, দলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে রীতীমতো তার চড়াও হন সেই বিজেপি কর্মীরা। আর বিজেপির এহেন কুকীর্তির বিরুদ্ধে বুধবার স্থানীয় হাইস্কুল মাঠ থেকে দলীয় পঞ্চায়েত সদস্য মলয় জানার বাড়ি পর্যন্ত একটি মিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। আর এখানেই বাঁধে গন্ডগোল।

শাসক দলের অভিযোগ, তাদের এই শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় বিজেপির সশস্ত্র দুষ্কৃতীরা। চলে ব্যাপক সংঘর্ষ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে তড়িঘড়ি এলাকায় বসানো হয় পুলিশ পিকেট। পাশাপাশি এই ঘটনায় শাসকদলের 8 জন বিজেপির 1 জন কর্মী গুরুতর জখম হয় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কোন দিকে অশান্তির অভিযোগে মোট ছয় জনকে আটক করে পুলিশ।

কিন্তু ঠিক কারা এই গন্ডগোলের সৃষ্টি করল! এদিন এ প্রসঙ্গে খড়গপুর 2 ব্লকের তৃণমূল সভাপতি তৃষিত মাইতি বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিজেপি বাইরে থেকে লোক এনে সশস্ত্র হামলা চালিয়েছে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে শাসক দলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা এই গণ্ডগোলের ঘটনায় সেই শাসকের বিরুদ্ধেই তোপ দেগেছেন বিজেপি মন্ডল সভাপতি শম্ভুনাথ হাসদা এবং ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অন্তরা ভট্টাচার্য। সব মিলিয়ে শাসক-বিরোধী সংঘর্ষে এখন উত্তপ্ত খড়গপুর ২ ব্লকের কয়তা গ্রাম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!