এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলে ‘ডিলিট’ নিয়ে জনস্বার্থ মামলা

মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলে ‘ডিলিট’ নিয়ে জনস্বার্থ মামলা


নতুন বছরের ১১ জানুয়ারিতে রাজ্য মুখ্যমন্ত্রীকে ডিলিট সম্মান প্রদান প্রসঙ্গ নিয়ে এমনিতেই রাজনৈতিক মহলে বিতর্ক ছিল তুঙ্গে।এবার আবার সেই নিয়েই হলো মামলা।কিছুদিন আগে শিক্ষক আবু তালেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিলিট সম্মান প্রদান বাতিল করবার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে।গত সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আবেদিত এই মামলায় সম্মতি জানিয়েছেন।

হাইকোর্টে মামলা দায়েরকারী আবু তালেব জানান,২০১১ সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন আইন অনুযায়ী গঠিত সনেটে তৃণমূল তথা মুখ্যমন্ত্রীর পছন্দের লোকেদের দ্বারা তৈরী করা হয়েছিল।আর সেই সনেট এই বিতর্কিত সম্মানের ব্যবস্থা করেছে যে মোটেই সাংবিধানিক নয়।তা দ্র্রুত বাতিল করবার উদ্যেশে তিনি এই মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!